বিনোদন ডেস্ক : ৯৪তম অস্কারের সেরা মৌলিক গান শাখায় পুরস্কার জিতলেন ভাইবোন বিলি আইলিশ ও ফিনিয়াস ও’কনেল। জেমস বন্ড ফ্রাঞ্চাইজির ‘নো টাইম টু ডাই’ ছবির গানের জন্য এই স্বীকৃতি পেলেন তারা। তাদের হাতে পুরস্কার তুলে দেন আমেরিকান অভিনেতা জ্যাক জিলেনহাল ও অভিনেত্রী জোয়ি ক্রাভিৎজ।
এর আগে অস্কার মঞ্চে গানটি পরিবেশন করেছেন বিলি আইলিশ। এটি তার প্রথম অস্কার। এজন্য তিনি ‘নো টাইম টু ডাই’ ছবির প্রযোজক বারবারা ব্রকোলি ও অভিনেতা ড্যানিয়েল ক্রেগকে ধন্যবাদ জানিয়েছেন।
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের এবারের আসরে সেরা মৌলিক গান শাখায় বিলি আইলিশের গাওয়া ‘নো টাইম টু ডাই’ ছিল ফেভারিট। তিনিই পুরস্কার পেলেন। এর আগে জেমস বন্ড ছবির থিম সং হিসেবে ২০১৩ সালে অ্যাডেলের ‘স্কাইফল’ এবং ২০১৬ সালে স্যাম স্মিথের ‘রাইটিংস অন দ্য ওয়াল’ অস্কার জেতে।
এবারের অস্কারে সেরা মৌলিক গান শাখায় আরও মনোনয়ন পেয়েছে ‘কিং রিচার্ড’ ছবিতে বিয়ন্সের গাওয়া ‘বি অ্যালাইভ’, অ্যানিমেটেড ছবি ‘এনক্যান্টো’র জন্য লিন-ম্যানুয়েল মিরান্ডা কথা, সুর ও সংগীতে কলম্বিয়ান গায়ক সেবাস্তিয়ান ইয়াত্রার গাওয়া ‘ডস ওরুগিটাস’, ‘বেলফাস্ট’ ছবিতে ভ্যান মরিসনের ‘ডাউন টু জয়’ এবং ‘ফোর গুড ডেজ’ ছবিতে ডায়ান ওয়ারেনের কথা, সুর ও সংগীতে রিবা ম্যাকেন্টায়ারের গাওয়া ‘সামহাউ ইউ ডু’।
তামাম দুনিয়ার চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৪তম আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তারকারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ২৭ মার্চ রাতে (বাংলাদেশ সময় ২৮ মার্চ সকাল ৭টা) শুরু হয় এই আয়োজন। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালক আমেরিকান তিন অভিনেত্রী রেজিনা হল, অ্যামি শুমার এবং ওয়ান্ডা সাইকস। এবারই প্রথম অস্কার মঞ্চে সঞ্চালনার দায়িত্বে তিন জন নারী।
হলিউডে ২০২১ সালের সেরা কাজগুলোকে সম্মান জানানো হচ্ছে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে। ৯৪তম অস্কারে ২৩টি শাখায় পুরস্কার প্রদান করেছেন অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংস্থাটির সব ভোটার মিলে বিজয়ীদের নির্বাচন করেছেন।
স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চলচ্চিত্র সম্পাদনা, রূপসজ্জা ও চুলসজ্জা, মৌলিক আবহ সংগীত, শিল্প নির্দেশনা এবং শব্দ শাখার পুরস্কার বিতরণ করা হয় মূল অনুষ্ঠান শুরুর আগে। আটটি শাখায় বিজয়ীদের নাম ঘোষণা করেন অভিনেতা জশ ব্রোলিন ও জেসন মোমোয়া।
ওয়াল্ট ডিজনি কোম্পানির মালিকানাধীন এবিসি টেলিভিশন বাংলাদেশসহ ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো মহাযজ্ঞ। বিশ্বের কোটি কোটি দর্শক টিভি সেটের সামনে বসে উপভোগ করছেন অনুষ্ঠানটি। এছাড়া অস্কারের দুটি ওয়েবসাইট, দ্য অ্যাকাডেমি নামের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউটিউবে অস্কারস নামের চ্যানেলে উপভোগ করা যাচ্ছে গোটা আয়োজন।
মূল আয়োজন শুরুর আগে ৯০০ ফুট দীর্ঘ লালগালিচায় জৌলুস ছড়িয়েছেন তারকারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আমেরিকান অভিনেত্রী ভ্যানেসা হাজেন্স, অভিনেতা টেরেন্স জে এবং ফ্যাশন ডিজাইনার ব্র্যান্ডন ম্যাক্সওয়েল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।