আন্তর্জাতিক ডেস্ক: বর্ষার মরশুমের শুরুতেই এবার খুশির জোয়ার ভারতের দিঘা (Digha) মোহনা এলাকাতে। সেখানের মৎস্য নিলাম কেন্দ্রে দারুণ উত্তেজনা লেগে গিয়েছে। না ইলিশ নয় এবার তেলিয়া ভোলা মাছের কারণে আনন্দে ভাসছেন মৎস্যজীবীরা।
ভোলা মাছ জালে উঠলেই বেশ খুশি হন ট্রলারের জেলে, মালিক, মাঝি সব্বাই। বাজারে এই মাছের দাম অত্যন্ত বেশি। আর চাহিদা বেশি থাকায় অনেক চড়াদামে বিক্রি হয় এই মাছ। মোট ৭ টি ভোলা মাছ উঠেছে নন্দীগ্রামের এক ট্রলারে।
৭ টির মধ্যে ৩টি মাছের ওজনই প্রায় ৭১ কেজি, আর বাকি ৪টি মোট ৫১ কেজির। প্রতি কেজিতে ১৭ হাজার টাকা দামে বিক্রি হয়ে গেল এই মাছ। সেই হিসেবে এদিন জেলেরা ২০ লক্ষ টাকার মাছ বিক্রি করলেন! তেলিয়া ভোলা মাছের দাম বেশি হওয়ায় আরেকটি কারণ হলো এই মাছ থেকে ওষুধ তৈরী হওয়ার কারণে বিদেশেও ব্যাপক রপ্তানি হয়।
এক দুটো ভোলা মাছ ধরা পড়লেই আনন্দের হাওয়া বইতে থাকে এলাকাজুড়ে। জেলে, মাঝিরা তো বটেই পর্যটকরা পর্যন্ত ভিড় জমান এই মাছ দেখতে। প্রসঙ্গত এই মাছ স্ত্রী, পুরুষ এবং উভয়লিঙ্গেরও হয়ে থাকে। আর ভোলা। স্থানীয় ভাষায় এই উভয় লিঙ্গের তেলিয়া ভোলার নাম খচ্চর ভোলা।
খচ্চর বলার পেটে থাকা অন্ত্র বা পটকা খুব বড় হওয়ার জন্য বাজারে অত্যন্ত মূল্যবান এই মাছ। জানা যায় যে, এই মাছের অন্ত্র থেকেই ওষুধের ক্যাপসুল তৈরি হয়। সেইজন্য অনেক ওষুধ কোম্পানি চড়া দামে কিনে নেয় তা। তবে পুরুষ মাছের পটকার দৈর্ঘ্য বড় হওয়ায় পুরুষ মাছের দাম বেশি হয় বাজারে।
প্রসঙ্গত জুন মাসে একটি বৃহৎ আকারের ভোলা ধরা পড়েছিল। সেবার রেকর্ড মূল্য ২০ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল সেই মাছ। তারপর আবার ভোলা ধরা পড়ায় উপকূল অঞ্চলে আবার খুশির হওয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।