Advertisement
জুমবাংলা ডেস্ক : বিশালাকৃতির ৭০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির ‘পাখি মাছ’ ধরা পড়েছে পদ্মা নদীর জেলেদের জালে। রবিবার(১ ডিসেম্বর) মাছটি ঈশ্বরদীর দাদাপুর হাটে নিয়ে এলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাছ ব্যবসায়ী মো. রতন মাছটি কেটে প্রতি কেজি ৭৫০ টাকা দরে ওই হাটেই বিক্রি করেন।
প্রত্যক্ষদর্শী এইচ জে রুবেল জানান, বিশাল আকৃতি ও বিরল প্রজাতির এই মাছটি দেখতে বহু লোকজনের সমাগম ঘটে হাটে। মো. রতন জানান, পদ্মা নদীতে বেড়জাল ফেলে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়ে এই মাছ। তিনি ২৮ হাজার টাকায় কিনে এই হাটে নিয়ে এসে কেটে মাছটি বিক্রি করেছেন।
এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাকিলা জাহান বলেন, মাছটির পিঠের দিকে পাখার মতো আছে সে কারণে এটিকে পাখি মাছ বলেন জেলেরা। তিনি বলেন, এটি মূলত সামুদ্রিক মাছ, সমুদ্র থেকে হয়তো মাছটি পদ্মায় চলে এসেছিল।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.