জোড় ইজতেমায় মাওলানা সাদের উপস্থিতি নিশ্চিতে আলটিমেটাম

জোড় ইজতেমায় মাওলানা সাদের উপস্থিতি নিশ্চিতে আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ তীরে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা সফল ও ২০ ডিসেম্বর থেকে টঙ্গী ইজতেমা ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমায় মাওলানা সাদের উপস্থিতির দাবিতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান ও অবস্থান ধর্মঘট পালন করেছেন দেশে তার অনুসারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

জোড় ইজতেমায় মাওলানা সাদের উপস্থিতি নিশ্চিতে আলটিমেটাম

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সচেতন ছাত্রসমাজের ব্যানারে ঢাকা-জয়দেবপুর সড়কের পাশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান করেন তারা। এ সময় বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতির কারণে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

মাওলানা সাদ অনুসারী মিডিয়া সমন্বয়ক আবু সায়েম জানান, আগামী ২০ ডিসেম্বর টঙ্গীর ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমার অনুমতি ও মাওলানা সাদকে আসার নিশ্চয়তা দেওয়ার দাবি জানিয়েছেন তারা। সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১২টার মধ্যে দাবি পূরণ না হলে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করা হবে।

এরআগে বিকেল ৩টার দিকে টঙ্গী কামারপাড়া রোড এলাকায় তাবলিগের শুরায়ি নেজামের আহ্বানে উলামা মাশায়েখ ও তৌহিদী জনতার ব্যানারে প্রতিবাদ সমাবেশ করেন তারা। এসময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী এবং গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খানের অপসারণসহ বেশ কিছু দাবি জানানো হয়।

সমাবেশ হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ইজতেমা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী ও জিএমপির কমিশনার নাজমুল করিম খান আওয়ামী লীগের দোসর। তাদের অপসারণ করতে হবে।

তিনি আরও বলেন, সরকারি সিদ্ধান্ত মেনে আমরা ইজতেমা ময়দানে আছি। যেকোনো পরিস্থিতির সৃষ্টি হলে দায় ওই দুইজনকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন মামুনুল হক।

বিআরটি করিডোরে এসি বাস পরিষেবা চালু