Advertisement
স্পোর্টস ডেস্ক : ছয় গোলের ম্যাচে নিজে জোড়া গোল করেও লিগ ১’র ম্যাচে পিএসজিকে জেতাতে পারেননি নেইমার। রবিবার মোনাকোর বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে দলটি।
নেইমার এদিন ৩ মিনিটের সময় দলকে এগিয়ে দেন। অন্যদিকে সাত ও ১৩ মিনিটের সময় দুই গোল করে এগিয়ে যায় মোনাকো। পিএসজি সমতায় ফেরে ২৪তম মিনিটে, প্রতিপক্ষের আত্মঘাতী গোলের কল্যাণে। নেইমার দলকে এগিয়ে দেন ৪২তম মিনিটে। পেনাল্টি থেকে গোল করেন।
প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া পিএসজি পূর্ণ পয়েন্ট হারানো গোল হজম করে ৭০তম মিনিটে। গোল করেন আলজেরিয়ার ফরোয়ার্ড ইসলাম স্লিমানি।
১৯ ম্যাচে ১৫ জয় ও এক ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। দুইয়ে থাকা মার্সেইয়ের অর্জন ২০ ম্যাচে ৪১ পয়েন্ট। ২৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে মোনাকো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।