বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সময়ের সাথে সাথে টেকদুনিয়ায় অ্যাপল ওয়াচ একটি দুর্দান্ত গ্যাজেট হিসেবে জায়গা করে নিচ্ছে। যতদিন যাচ্ছে ততই এ বিশেষ ডিভাইসটির নানা কীর্তি সবার সামনে উঠে আসছে। সম্প্রতি এক যুবকের জীবন বাঁচিয়ে ফের আলোচনায় এসেছে অ্যাপলের এ ঘড়িটি।
অ্যাপল ইনসাইডার-এর রিপোর্ট অনুযায়ী, আলেকজান্ডার লেজারসন নামে এক ব্যক্তি সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। আর তখনই তার অ্যাপল ওয়াচ-৮ ফল ডিটেকশন ফিচারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জরুরি পরিষেবার সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি তার স্ত্রীকেও এ বিষয়ে একটি নোটিফিকেশন পাঠায়। সেখান থেকে পড়ে যাওয়ার এক মিনিটের মধ্যে লেজারসন ফল ডিটেকশন অ্যালার্ট-এ সাড়া না দেওয়ায় ফিচারটি নিজেই সক্রিয় হয়ে যায় এবং জরুরি পরিষেবা ও নির্বাচিত কন্টাক্ট-এর সঙ্গে যোগাযোগ করে। সৌভাগ্যক্রমে, এ দুর্ঘটনার নোটিফিকেশন পাওয়ামাত্রই লেজারসনের স্ত্রী অ্যাপল ওয়াচের মাধ্যমে জরুরি বিভাগের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। এরপর লেজারসনকে দ্রুত অ্যাম্বুলেন্স করে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে তাকে যাবতীয় প্রয়োজনীয় চিকিৎসা দেওয়াসহ তার ক্ষত ঢাকতে সাতটি সেলাই দেওয়া হয়। বিপদে অ্যাপলের এ বিশেষ প্রযুক্তিটি ব্যবহারকারীর জীবন বাঁচিয়েছে, তাই তারা অ্যাপলকে ধন্যবাদ জানিয়েছেন।
অ্যাপল ওয়াচ-এর ফল ডিটেকশন ফিচারটি যেভাবে কাজ করে
দুর্ঘটনাবশত যদি এর কোনো ব্যবহারকারী পড়ে গিয়ে এক মিনিটের মধ্যে কোনো সাড়া না দেন, তাহলে ৩০ সেকেন্ডের কাউন্টডাউন শুরু করে অ্যালার্ট দেওয়া শুরু করে এ গ্যাজেটটি। পর্যায়ক্রমে এটি বাড়তে থাকে যাতে ব্যবহারকারী অথবা আশেপাশের কোনো ব্যক্তি তা শুনতে পান। এরপরও ব্যবহারকারী যদি জরুরি পরিষেবায় ফোন করতে অক্ষম থাকেন তাহলে অ্যাপল ওয়াচ নিজেই জরুরি বিভাগসহ নির্বাচিত কন্টাক্ট-এর সঙ্গে যোগাযোগ করতে শুরু করে।
ফিচারটি যেভাবে অ্যাক্টিভেট করবেন
প্রথমে আপনার আইফোনে ওয়াচ অ্যাপটি খুলুন এবং মাই ওয়াচ অপশনে ক্লিক করুন। এরপর ইমার্জেন্সি এসওএস- এ ট্যাপ করুন। তারপর ফল ডিটেকশন চালু অথবা বন্ধ করুন। যদি ফল ডিটেকশন ফিচারটি চালু থাকে, তাহলে আপনি অলওয়েজ অন অথবা অনলি অন ডিউরিং ওয়ার্কআউট সিলেক্ট করতে পারেন।
উল্লেখ্য, অ্যাপল ওয়াচ এসই এবং অ্যাপেল ওয়াচ সিরিজ-৮ অথবা তার পরবর্তী সংস্করণে এ ফিচারটি সহজেই পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।