জুমবাংলা ডেস্ক: জ্ঞানের আলো ছড়াচ্ছে দেশের প্রাচীনতম যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি।১৮৫৪ সালে যশোরের বিশিষ্ট আইনজীবী, যশোর পৌরসভার চেয়ারম্যান ও যশোর জেলা বোর্ডের সভাপতি জমিদার রায়বাহাদুর যদুনাথ মজুমদারের ভূ-সম্পত্তির ওপরে গড়ে ওঠে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি।বর্তমানে এ পাবলিক লাইব্রেরিতে লাইব্রেরিয়ান, ক্যাটালগারসহ কর্মরত আছেন মোট ১১ জন।
সূত্রে জানা গেছে, বর্তমানে যশোর ইনস্টিটিউটের মোট সদস্য ৩ হাজার ৪৬৫ জন। এর মধ্যে দাতা সদস্য ৯২, আজীবন সদস্য ১ হাজার ৩৭৮ জন এবং সাধারণ সদস্য ১ হাজার ৯৯৫ জন। এছাড়া বিভিন্ন বিভাগে সদস্য রয়েছে ২৮৮ জন, যার মধ্যে পাঠাগার বিভাগে ২৮৮, ক্রীড়া বিভাগে ১৫৫, নাট্যকলা বিভাগে ৭৬, সিআরসিতে (চাঁদামুক্ত শিশু ও কিশোর সদস্য) ৫ জন। যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে মোট তালিকাভূক্ত বইয়ের সংখ্যা ৯৩ হাজার ১৭৩টি। এছাড়া প্রায় ৭ হাজার বই রয়েছে। এরমধ্যে বাংলা ভাষার ৭৩ হাজার ১৩৭টি, ইংরেজি ভাষার ২০ হাজার ৮টি, উর্দু ভাষার শতাধিক, আরবি ভাষার একশ’র কাছাকাছি এবং হিন্দি ও উর্দু ভাষায় লিখিত কিছু বই রয়েছে।
যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা: আবুল কালাম আজাদ লিটু বলেন, ‘সদস্য সংখ্যা বৃদ্ধিতে লাইব্রেরির পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা যশোরের বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে শিক্ষার্থীদের গণগ্রন্থাগারে আসতে উদ্বুদ্ধ করেছি। গণগ্রন্থাগারের উন্নয়নে ধীরে ধীরে ডিজিটাল ক্যাটালগের কাজ করা হচ্ছে। এছাড়া ভবন সংস্কার, নতুন আসবাবপত্র সংযোজন, বই কেনা, বইপাঠ প্রতিযোগিতা, সাহিত্য সভা, সাহিত্য পত্রিকা প্রকাশ, আবৃত্তিসহ নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে।যুগের সঙ্গে তাল মিলিয়ে গণগ্রন্থাগারকে ডিজিটালবান্ধব করতেও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।