Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার আন্তর্জাতিক জ্বালানি বাজারের ওপর পশ্চিমা বিশ্বের বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাব্য ‘সর্বনাশা পরিণতির’ ব্যাপারে সতর্ক করেছেন। খবর এএফপি’র।
সরকারি টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেন, ‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ বিভিন্ন দেশের জন্য বড় ধরনের ক্ষতি বয়ে আনবে।’
তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ হাসিলে নিষেধাজ্ঞার ব্যবহার অব্যাহত থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজার পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা শুরুর পর থেকে পশ্চিমা বিশ্ব মস্কোর বিরুদ্ধে একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।