বিনোদন ডেস্ক :সৌদি আরবের জেদহাতে অনুষ্ঠিত হচ্ছে দশ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। এ চলচ্চিত্র উৎসবেই তারকাদের ভিড়ে আলাদা দ্যুতি ছড়িয়েছেন বলিউড সুপারস্টার ও ড্যান্সার হৃতিক রোশান।
বয়সের ছাপ যেন ছুঁতেই পারেনি হৃতিক রোশনকে, তা যেন আরও একবার প্রমাণ করে দিলেন তিনি বিদেশের মাটিতে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে সৌদি আরবের ‘রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল’-নামে চলচ্চিত্র উৎসবে ‘কহো না প্যায়ার হ্যায়’-এর নায়ক ছিলেন অন্য তারকাদের চেয়ে একটু আলাদাই।
‘রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল’-এ অংশগ্রহণের সময় সাদা টি-শার্টের উপর ধূসর ব্লেজারে নজর কেড়েছিলেন তিনি। তার অটোগ্রাফ নেয়ার জন্য ভিড় করেছিলেন উপস্থিত সব দর্শক।
অভিনয়ের পাশাপাশি নাচের অসাধারণ প্রতিভা থাকায় অনেক নায়কই মনে মনে ঈর্ষা করেন এ অভিনেতাকে। বয়স এখন হৃতিকের ৫০ ছুঁই ছুঁই। তারপরও নিজ দেশের পাশাপাশি বিদেশেও সমান জনপ্রিয়তা রয়েছে তার।
আর তারই আবার প্রমাণ পাওয়া গেল ‘রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল’-এ। অনুষ্ঠানে অংশগ্রহণের দিন হৃতিককে দেখেই ভক্তরা করতালিতে ফেটে পড়ে। ভক্তদের অনুরোধে ‘এক পল কা জিনা’ গানটির সঙ্গে কিছু নাচের মুদ্রাও করে দেখান এই অভিনেতা।
আর সেসময়ই ভক্তরাও এ অবিনেতার সঙ্গে গান গেয়ে নাচতে শুরু করে। সঙ্গে সঙ্গেই চলচ্চিত্র উৎসবের পরিবেশ আরও উৎসবমুখর হয়ে উঠে।
ওই রাতে বিদেশী অনেক তারকার সঙ্গেই দেখা হয় হৃতিকের। অনুষ্ঠানের এক পর্যায় জ্যাকি চ্যানের সঙ্গে ক্যামেরায় পোজ দেন বলি এই সুপারস্টার।
আর সঙ্গে সঙ্গেই আলোকচিত্রীরাও জড়ো হয়ে যান ভারত আর চীনের দুই সুপারস্টারকে একফ্রেমে বন্দি করতে। নেটদুনিয়ায় এ ছবি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।
সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।