বিনোদন ডেস্ক: কথিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে উপহার নিয়ে মহা ঝামেলায় বি-টাউন বিউটি জ্যাকুলিন ফার্নান্দেজ। বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে ৭ কোটি রুপির গয়না দিয়েছিলেন ২০০ কোটি রুপি প্রতারণা মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর! ভারতীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন এই প্রতারক।
টাইমস অব ইন্ডিয়ার খবর, তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মানি লন্ডারিং মামলার তদন্ত করছে। সেই চার্জশিটে বলা হয়েছে, জ্যাকুলিন ফার্নান্দেজের কাছে ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখর নিজেকে পরিচয় দেন শেখর রত্ন ভেলা নামে। ২০২০ সালের ডিসেম্বরে জ্যাকুলিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হয়ে ২০২১ সালের জানুয়ারিতে তাঁর মেকআপ আর্টিস্ট শান মুত্তাথিলের মাধ্যমে যোগাযোগ করেন। সুকেশ নিজেকে সান টিভির মালিক এবং একটি রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়েছিলেন।
জ্যাকুলিন ফার্নান্দেজ তদন্তকারী সংস্থার কাছে জবানবন্দিতে বলেছেন, তিনি সুকেশের কাছ থেকে দুই জোড়া হীরার কানের দুল, দুটি হার্মিসের ব্রেসলেট, তিনটি বার্কিন ব্যাগ, গুচির পোশাক, একটি বহু রঙের পাথরের ব্রেসলেট এবং লুই ভিটন জুতা উপহার পেয়েছেন।
অন্যদিকে, সুকেশ চন্দ্রশেখর জানিয়েছেন, তিনি জ্যাকুলিন ফার্নান্দেজকে প্রায় ১৫ জোড়া কানের দুল, পাঁচটি বার্কিন ব্যাগ এবং অন্যান্য বিলাসবহুল সামগ্রী দিয়েছেন।
সুকেশ আরও দাবি করেছেন, অভিনেত্রীকে কারটিয়েরকে চুড়ি ও আংটি এবং টিফানি অ্যান্ড কোম্পানির একটি ব্রেসলেট রোলেক্স ঘড়ি ছাড়াও উপহার দিয়েছেন ৭ কোটি রুপি সমমূল্যের গয়না। পাশাপাশি তাঁকে এসপুলাহ নামের একটি ঘোড়া উপহার দিয়েছেন। তিনি জ্যাকুলিনকে একটি বিলাসবহুল বিএমডব্লিউ এক্স-ফাইভ গাড়ি উপহার দিয়েছিলেন। তবে জ্যাকুলিন দাবি করেছেন, তিনি গাড়ি ফেরত দিয়েছেন।
এ ছাড়া জ্যাকুলিন ফার্নান্দেজের যুক্তরাষ্ট্রে অবস্থান করা বোনকে দেড় লাখ মার্কিন ডলার ঋণ দেন সুকেশ। তাঁকে একটি বিএমডব্লিউ এক্স৫ গাড়ি উপহার দিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। এখানেই শেষ নয়, অভিনেত্রীর বাবা-মাকে একটি মাসেরটি এবং একটি পোর্শে গাড়ি উপহার দিয়েছেন সুকেশ। জ্যাকুলিনের ভাইকে ৫০ হাজার মার্কিন ডলার ঋণও দিয়েছেন।
শুধু তাই নয়, তার পরিবারের সদস্যরাও পেয়েছেন নানা উপহার। বিএমডব্লিউ এক্স-ফাইভ গাড়ির পাশাপাশি ১ কোটি ১৩ লাখ রুপি ধার দিয়েছেন জ্যাকুলিনের বোনকে। একই সঙ্গে নায়িকার মাকে একটি পোরশে আর বাবাকে একটি মাসারাতি গাড়িও উপহার দিয়েছেন ওই প্রতারক।
এর আগে অবশ্য জ্যাকুলিন এবং সুকেশ প্রেম করতেন বলে দাবি করেছিলেন সুকেশের আইনজীবী। কিন্তু নায়িকার তরফ থেকে এই কথা উড়িয়ে দেওয়া হয়। পরে তাদের দুইটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে আসে।
গ্রেফতারের পর ইডি’র চার্জশিটে জানানো হয়, সুকেশের সঙ্গে জ্যাকুলিনের আলাপ শুরু হয় চলতি বছরের প্রথম দিকে। তার পরেই বলি-নায়িকাকে উপহার পাঠানো শুরু করেন সুকেশ।
সুকেশ চন্দ্রশেখরের বয়স ৩২, তার নামে ২০০ কোটি রুপির প্রতারণা মামলা রয়েছে। কিছুদিন আগে তাকে গ্রেফতার করে পুলিশ। শিল্পপতি শিবেন্দ্র সিংহের স্ত্রী অদিতি সিংহকে বোকা বানিয়ে ওই টাকা তিনি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel