জ্যাকুলিনের জন্য বড় দুঃসংবাদ!

জ্যাকুলিনের জন্য বড় দুঃসংবাদ!

বিনোদন ডেস্ক : ভারতের প্রতারক’ সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোট রুপি পাচারের মামলায় বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজকে (Jacqueline Fernandez) তলব করেছে দিল্লির একটি আদালত।

জ্যাকুলিনের জন্য বড় দুঃসংবাদ!

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দিল্লির পাতিয়ালা হাউস আদালতে আগামী ২৬ সেপ্টেম্বর হাজির হতে হবে জ্যাকুলিনকে।

বুধবার আদালতের অতিরিক্ত বিচারক প্রবীণ সিং ভারতের আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সম্পূরক অভিযোগপত্র আমলে নেওয়ার পর জ্যাকুলিনকে তলবের আদেশ দেন।

সম্পূরক অভিযোগপত্রে জ্যাকুলিনের নামও যোগ করেছে ইডি।

এদিকে দিল্লি পুলিশের পক্ষের এক আইনজীবী জানান, গত ২৯ অগাস্ট আদালতে জ্যাকুলিনের হাজির হওয়ার কথা থাকলেও তিনি আদালতের সেই নির্দেশ মানেননি। তাই তাকে আদালতে আসতে নতুন তারিখ ঠিক করে দিয়েছেন বিচারক।

জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাতিল আদালতকে জানান, তার মক্কেল তদন্ত কাজে আগেও সহযোগিতা করেছেন এবং জিজ্ঞাসাবাদে কোনো তথ্য গোপন করেননি।

জ্যাকুলিনের জন্য বড় দুঃসংবাদ!

দুই ব্যবসায়ীর কাছ থেকে ২১৫ কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে সুকেশকে ২০২১ সালে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সুকেশের অর্থ পাচারের তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

তখনই অভিনেত্রী জ্যাকুলিনের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে আসে। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের কয়েকটি ছবিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।

 

সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে দেওয়া প্রথম অভযোগপত্রে ইডি দেখিয়েছিল, চাঁদাবাজি করে পাওয়া অর্থ কী করে তিনি পাচার করেছেন। আর সম্পূরক অভিযোগপত্রে বলা হয়েছে, সুকেশের কাছ থেকে অন্তত ৫ কোটি ৭১ লাখ রুপির উপহার পেয়েছেন জ্যুকুলিন, যার উৎস সেই পাচার হওয়া অর্থ। এছাড়া সুকেশের টাকায় জ্যাকুলিন নানারকম সুবিধা ভোগ করেন বলেও উল্লেখ করা হয় অভিযোগপত্রে।

ইডি বলছে, এসব উপহার যে সুকেশের অবৈধ অর্থে কেনা, অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ‘তা জানতেন’। উপহারগুলো তাকে পৌঁছে দিতেন সুকেশের দীর্ঘদিনের সহকর্মী পিংকি ইরানি। সুকেশের কাছ থেকে পাওয়া জ্যাকুলিনের দামি উপহারগুলোর মধ্যে রয়েছে বায়ান্ন লাখ রুপি দামের একটি ঘোড়া, নয় লাখ রুপির একটি পার্সিয়ান বেড়াল।

এছাড়া এই বলিউড তারকার পরিবারের সদস্যদেরও সুকেশ বিভিন্ন সময়ে উপহার পাঠিয়েছেন বলে উঠে এসেছে ইডির তদন্তে।

শ্রীলঙ্কা থেকে এসে ২০০৯ সালে বলিউডে ক্যারিয়ার শুরু করা জ্যাকুলিনকে কয়েক দফায় ডেকে জেরা করেন ইডির গোয়েন্দারা।

প্রথমে অস্বীকার করলেও পরে এই অভিনেত্রী জানান, ২০১৭ সাল থেকে সুকেশের সঙ্গে তার পরিচয়। তিহার জেল থেকে সুকেশ যে তার সাথে যোগাযোগ রাখছিলেন, সে কথা তিনি স্বীকার করেন।

তখন থেকেই এ অভিনেত্রীর সাত কোটি রুপির সম্পত্তি জব্দও করে রেখেছে ইডি।