স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ (বৃহস্পতিবার) বিকেলে নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাইয়ে বিকেল ৪টায় শুরু হবে এই ম্যাচটি।
ইতিমধ্যে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেছে। কেননা এর আগে সুপার-১২ এ নিজেদের ৪ ম্যাচ শেষে চারটিতেই হারের মুখ দেখেছে টাইগাররা। আজ নিজেদের শেষ ম্যাচে জিতলেও ব্যর্থতায় ভরা থাকবে টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর দেশে ফেরার টিকিটও প্রস্তুত হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের। আগামীকাল বিকেলেই (৫টা) ঢাকায় ফিরবেন বাংলাদেশের ক্রিকেটাররা।
বিশ্বকাপের দলগুলোর মাঝে বাংলাদেশ দলই সবার আগে ফিরছে স্বদেশে। আজ ম্যাচ থাকলেও ক্রিকেটাররা হয়তো দেশে ফেরার ক্ষণ গণণাই করছেন।
গতকাল অনুশীলন করেনি বাংলাদেশ দল। ব্যাট-বলে ক্রমাগত ব্যর্থতার তিক্ততাকে পুঁজি করেই আজ মাঠে নামবে টাইগাররা। এখন পর্যন্ত ম্যাচ খেলার সুযোগ না পাওয়া রুবেল হোসেন হয়তো একটি ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন।
আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিবে বাংলাদেশ দল। টানা চার হারের কারণে আজকের ম্যাচটি আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়।
অন্তত একটি জয় নিয়ে ফিরতে চায় বাংলাদেশ দল। তাসকিন আহমেদের কণ্ঠে সেই আকুতিই ধরা পড়ল। দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারের পর ডানহাতি এ পেসার বলেছিলেন, যেটা চলে গেছে, ওটা তো ফেরত আনতে পারবো না। সামনে একটা ম্যাচ আছে, যতটা ভালো খেলা যায়। দেশকে একটাও যদি জয় উপহার দিতে পারি। এটাই আমাদের জন্য অনেক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ ম্যাচের ৪টি জয় আছে বাংলাদেশের। সবকটিই বিশ্বকাপের আগের হোম সিরিজে। মাহমুদউল্লাহদের জন্য শেষের যাত্রা হলেও অজিদের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। তিন ম্যাচ খেলে দুটি জয় তাদের। সেমির লড়াইয়ে থাকতে জিততেই হবে স্মিথ-ওয়ার্নারদের।
ম্যাচটা থেকে বাংলাদেশেরও অনেক কিছু পাওয়ার আছে। টানা চার হারে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের নয়ে এখন টাইগাররা। রেটিং পয়েন্ট ২৩৪। সমান পয়েন্ট নিয়ে আটে ওয়েস্ট ইন্ডিজ। তবে তাদের আরও ম্যাচ আছে। আজ ছয়ে থাকা অস্ট্রেলিয়াকে হারাতে পারলে র্যাংকিংয়ে কিছুটা উন্নতি হবে বাংলাদেশের। ভবিষ্যতে র্যাংকিং উলট-পালট হলেও আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার-১২ পর্বে জায়গা করে নিতে সাহায্য করতে পারে এই জয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।