জুমবাংলা ডেস্ক: সড়কে যানজটের দুর্ভোগ কমাতে গাজীপুরের জয়দেবপুর জংশন থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত বিশেষ ট্রেন চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আজ সকাল সোয়া ৭টার দিকে জয়দেবপুর জংশন থেকে কমলাপুর উদ্দেশে ছেড়ে যায় তুরাগ এক্সপ্রেস। এরপর সকাল ৮টায় ছেড়ে যায় টাঙ্গাইল কমিউটার।
জয়দেবপুর জংশনের স্টেশনমাস্টার মো. রেজাউল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সকালে তুরাগ এক্সপ্রেস ও টাঙ্গাইল কমিউটার ছেড়ে গেছে। বিকালে কালিয়াকৈর কমিউটার চলবে। এ ছাড়া সাধারণ দিনে যেসব ট্রেন চলাচল করত, সেগুলো চলাচল অব্যাহত রয়েছে।
এর আগে জনদুর্ভোগের কথা বিবেচনা করে ঢাকা-গাজীপুর-ঢাকা রেলপথে বিশেষ ট্রেন চালুর কথা জানিয়েছিলেন গাজীপুর-২ আসনের সাংসদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীচাহিদা বিবেচনায় দুর্ভোগ লাঘবের জন্য তুরাগ এক্সপ্রেস ১, ২, ৩ ও ৪, টাঙ্গাইল কমিউটার ১ ও ২ ট্রেন ২০ জুন থেকে চলবে। মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করে ট্রেন পরিচালনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।