জুমবাংলা ডেস্ক : বগুড়ার ধুনট উপজেলায় জলপাই খাওয়ানোর প্রলোভনে চার শিশুকে ধ*র্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন জয়নাল আবেদীন (৫৫) নামে এক সিরিয়াল ধ*র্ষক। একই সাথে ধ*র্ষণের শিকার চার শিশু শিক্ষার্থীকে আদালতে হাজির করা হলে তারা তাদের সাথে আরো দুই সহপাঠিকে ধ*র্ষণের কথা বিচারকের নিকট প্রকাশ করে। এ নিয়ে জয়নালের বিরুদ্ধে ছয় শিশু শিক্ষার্থীকে ধ*র্ষণের অভিযোগ পাওয়া গেছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন সন্তানের জনক জয়নাল আবেদীন এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোপালপুর খাদুলী গ্রামের ফজর আলীর ছেলে। ধ*র্ষণের শিকার ৪ শিশু শিক্ষার্থী জয়নালের প্রতিবেশী। তারা জয়নালের দুরসম্পর্কের নাতনি। হতদরিদ্র পরিবারের ৪ শিশুর মধ্যে ২ জন তৃতীয় শ্রেণি আর বাকি দুজন প্রথম শ্রেণির ছাত্রী।
গত ৬ সেপ্টেম্বর দুপুরে তৃতীয় শ্রেণির দুই ছাত্রী জয়নালের বাড়িতে জলপাই কুড়াতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে জয়নাল দুই শিশুকে জলপাই খাওয়ানের প্রলোভোন দেখিয়ে ঘরের ভেতর নিয়ে ধ*র্ষণ করেন। এরপর ৮ সেপ্টেম্বর দুপুরে একই কৌশলে প্রথম শ্রেণির দুই ছাত্রীকে ধ*র্ষণ করেন।
এ ঘটনায় ধ*র্ষণের শিকার দুই শিশুর বাবা বাদি হয়ে জয়নাল আবেদীনের বিরুদ্ধে থানায় দুটি মামলা দায়ের করেন। গত ১০ সেপ্টেম্বর জয়নালকে গ্রেফতারের পর ১১ সেপ্টেম্বর বগুড়া আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই দিন ৪ শিশু আদালতে ধ*র্ষণের বর্ণনাকালে তাদের সাথে আরো দুই সহপাঠিকে ধ*র্ষণের কথা প্রকাশ করেছে। সিরিয়াল ধ*র্ষক জয়নাল আবেদীন বগুড়া কারাগারে আটক রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার সহকারী পরিদর্শক (এসআই) নূরজ্জামান সরদার এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালতে প্রকাশ করা তথ্য অনুযায়ী আরো দুই শিশুকে ধ*র্ষণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটির সত্যতার প্রমাণ পাওয়া গেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।