জুমবাংলা ডেস্ক: বর্ণাঢ্য র্যালী, ভূমিকম্পে করণীয় বিষয়ক মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে আজ বৃহষ্পতিবার সকালে উদযাপন করা হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২।
জেলা প্রশাসনের আয়োজনে এ দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য হচ্ছে ’মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা”। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এরপর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভূমিকম্পের সময় করণীয় বিষয়ক মনমুগ্ধকর এক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা। মহড়ায় বিভিন্ন পর্যায়ের দুর্ঘটনা এবং উদ্ধার কাজে সহায়তা কিভাবে করা যায় তা ফুটিয়ে তোলা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আনোয়ার পারভেজ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মহী উদ্দিন জাহাঙ্গীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক শওকত জোদ্দার । বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, এনজিও কর্মী, স্কাউট, গার্ল ইন স্কাউটসহ সরকারি ও বেসরকারি বিভাগের কর্মকর্তারা র্যালীতে অংশগ্রহণ করেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।