বিনোদন ডেস্ক : তিনি মাতিয়েছেন দেশ-বিদেশের মঞ্চ। রক, ব্লুজ থেকে শুরু করে ফিউশন, ফোক ও মেলোডি গানের মধ্য দিয়ে জয় করেছেন অগণিত ভক্ত-শ্রোতার হৃদয়। জেমসের প্রতিটি আয়োজন নিয়ে তাই ভক্তদের কৌতূহলের শেষ নেই। সেসব ভক্তকে এবার চমকে দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী জেমস।
গায়ক ছাড়াওরকস্টার ফারুক মাহফুজ আনাম জেমসের আরেকটি পরিচয় হচ্ছে, তিনি একজন শখের ফটোগ্রাফার। সুযোগ পেলেই প্রকৃতি, পোট্রেট, ফুল বা নানা স্থানের ছবি তুলে সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেন।
তার ভক্তকুল ছবিগুলো লুফে নেন এবং প্রশংসায় ভাসিয়ে দেন।
বৃহস্পতিবার দুপুরে জনপ্রিয় এই ব্যান্ড তারকা তার ফেসবুক ওয়ালে অভিনেত্রী জয়া আহসানের একটি ছবি প্রকাশ করেছেন। আর এতেই জেমসভক্তরা ধরে নিয়েছেন ছবিটি তারই তোলা। এরমধ্যে ছবিটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
ছবিতে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে দেখা যাচ্ছে ৩টি গোলাপ হাতে অন্ধকারে দাঁড়িয়ে আছেন। তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি তাকিয়ে ক্যামেরায়। প্রকাশের পর থেকেই অসংখ্য কমেন্টে ভরে গেছে। শেয়ার করেছেন প্রায় ২০০ মানুষেরও বেশি। লাইক পড়েছে জেমসের আগের ছবিগুলোর তুলনায় কয়েকগুণ বেশি।
সবাই জয়া আহসানের দ্যুতির ও জেমসের ফটোগ্রাফির প্রশংসা করছেন। তবে ছবিটি কবে, কোন উপলক্ষে বা কখন তোলা হয়েছে এই দুই তারকার কেউই বিষয়টি খোলাসা করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



