জয়ার ‘কণ্ঠ’ এবার মালায়ালাম ভাষায়!

321
জয়া আহসান
বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চলতি বছর কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘কণ্ঠ’। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত এই ছবিটি এবার মালায়ালাম ভাষায় রিমেক হতে যাচ্ছে।

জানা গেছে, ‘কণ্ঠ’ মুক্তির আগেই এর রিমেক স্বাত্ত্বা কিনে নিয়েছিলেন মালায়ালি পরিচালক রাজেশ নাইয়ার। ছবির টাইটেল হবে ‘শব্দম’। ছবিটিতে অভিনয় করবেন জয়াশুরিয়া।

এদিকে, বাচিক শিল্পীর (রেডিও জকি) জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘কণ্ঠ’। ছবিতে জয়া আহসান অভিনয় করেছেন একজন স্পিচ থেরাপিস্টের চরিত্রে। আর শিবপ্রসাদের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে।

মূলত, একজন বাচিক শিল্পীর দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে কণ্ঠ হারানোর এক মর্মস্পর্শী গল্প এবং কণ্ঠ ফিরে পাওয়ার লড়াই উঠে এসেছেন ‘কণ্ঠ’ ছবির গল্পে। ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন, বিপ্লব দাশগুপ্ত প্রমুখ।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *