জুমবাংলা ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় অনন্তপুর গ্রাম থেকে নারী শিশুসহ ১৪ জনকে আটক করেছে বিজিবি। খবর ইউএনবি’র।
আটকরা হলেন- নড়াইল জেলার মো. সোহেল রানা (২৫), মো. ফসিয়ার রহমান (৪৫), মো. শহিদুল ইসলাম (২৫), মো. শফিকুল ইসলাম (৩০), মো. রফিকুল ইসলাম (৪২), মো. সাফিদুল ইসলাম (৩০), খুলনা জেলার শহিদুল মোল্লা (৪৪), যশোর জেলার ইকবাল হোসেন (২৫), চাঁদপুর জেলার হরিদাস সরকার (৬২) ও ফরিদপুর জেলার কমলা রানি (৬০), শ্রী প্রবাস বিশ্বাস (৩৫) পুর্ণিমা রানি (৩০), পুষ্পিতা বিশ্বাস (১২) ও প্রদীপ বিশ্বাস (৭)।
খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেহেদি হাসান খান জানান, শ্রীনাথপুর বিওপির বিজিবি সদস্যরা এই ১৪ জনকে আটক করে। এ ব্যাপারে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ আইনে মহেশপুর থানায় মামলা দায়ের ও আটকদেরকে সোপর্দ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।