Advertisement
জুমবাংলা ডেস্ক: ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামে বুধবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রনিকস মিস্ত্রির মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র।
মৃত লালচাঁদ (৩২) হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামের মঙ্গল শাহর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে খাজুরা গ্রামের আবু সাঈদের বাড়িতে বৈদ্যুতির মটর মেরামত করতে যান লালচাঁদ। সেখানে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি।
ওসি জানান, পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।