
জুমবাংলা ডেস্ক : ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতে তিন জেলায় চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) চারজনের মৃত্যুর খবর পাঠিয়েছেন গণমাধ্যমের জেলা প্রতিনিধিরা।
ধুনট উপজেলায় বজ্রপাতে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া বাজারে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের হিজুলী গ্রামের মোকবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান (৪২) ও একই গ্রামের নেদু খানের ছেলে ফজর আলী (৪১)।
হাফিজুর রহমান তরকারি ব্যবসায়ী ও ফজর আলী মসলা ব্যবসায়ী। বুধবার সাগাটিয়া গ্রামে সাপ্তাহিক হাটে খোলা জায়গায় মাটিতে পাশাপাশি বসে ব্যবসায়ীদের সঙ্গে ওই দুই ব্যবসায়ী মালামাল বিক্রি করছিলেন। এ সময় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে দুই ব্যবসায়ী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে হাফিজুর রহমান ও ফজর আলীকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দিন।
ধুনট থানা পুলিশের ওসি কৃপা সিন্ধু বালা বলেন, হাটে ব্যবসা করার সময় বজ্রপাতে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ব্যবসায়ী হাফিজুর রহমান ও ফজর আলীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামে বজ্রপাতে অয়ন বিশ্বাস (১৩) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। অয়ন বিশ্বাস রায়গ্রাম উত্তরপাড়ার রনজিত বিশ্বাসের ছেলে ও আরকেকে জনতা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর তেঁতুলতলা গ্রামে বজ্রপাতে মিজানুর (৪০) নামে এক লিচু চাষির মৃত্যু হয়েছে। বুধবার ভোরে লিচু বাগানে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মতি মালিথার ছেলে।
সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, মিজান লিচু বাগান পাহারা দিচ্ছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সূত্র : জাগো নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।