Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ঝড়ের গতিতে এগোচ্ছে তালেবান, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ
আন্তর্জাতিক স্লাইডার

ঝড়ের গতিতে এগোচ্ছে তালেবান, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ

জুমবাংলা নিউজ ডেস্কAugust 14, 20213 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে তালেবানের অভিযানের মুখে প্রাণে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ। কেউ কেউ রাজধানী কাবুলে আশ্রয় নিচ্ছে।

আবার কেউ সীমান্ত পেরিয়ে পাকিস্তান-তাজিকিস্তানে যাচ্ছে। গত কয়েক দিনে কাবুলের উপকণ্ঠে এসে পৌঁছেছে কয়েখ লাখ মানুষ। কিন্তু বেশির ভাগের জন্যই জুটছে না নিরাপদ আবাস।

বাধ্য হয়ে খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে। ঘুমাতে হচ্ছে রাস্তার ওপরেই। তার ওপর খাবার ও পানির অভাবে যোগ হয়েছে সীমাহীন দুর্ভোগ।

এদিকে আফগানিস্তানে মোট ৩৪টি প্রদেশের ১৫টিরই দখল নিয়েছে তালেবান। এখন ক্রমেই কাবুলের দিকে অগ্রসর হচ্ছে যোদ্ধারা।

এমন পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের আফগানিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। শুধু তাই নয়, কূটনীতিক ও দূতাবাস কর্মীদের ফিরিয়ে নিতে কাবুল বিমানবন্দরে সেনা পাঠাচ্ছে দেশ দুটি।

প্রায় তিন হাজার সেনা পাঠাচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নিতে প্রায় ৬০০ সেনা পাঠাচ্ছে প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার। খবর আলজাজিরা ও এএফপি।

বিদেশি সেনা প্রত্যাহারের পর ঝড়ের গতিতে এগোচ্ছে তালেবান। প্রতিদিনই নতুন নতুন এলাকা দখল করছে এর যোদ্ধারা। দেশের পুরো উত্তরাঞ্চলসহ এখন পর্যন্ত ১৫টি প্রাদেশিক শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। সর্বশেষ এক দিনে (শুক্রবার) তিন প্রাদেশিক রাজধানী তাদের দখলে গেছে। এএফপির খবরে বলা হয়েছে, প্রথমে দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ ও দেশের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার দখল নেয় তালেবান।

এরপর রাজধানী কাবুল থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে লোগার প্রদেশের রাজধানী লোগারে প্রবেশ করে। কান্দাহার এক সময় তালেবানের শক্ত ঘাঁটি ছিল।

কৌশলগতভাবে শহরটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাই শহরটির দখল তালেবানের জন্য একটা বড় জয় হিসাবে দেখা হচ্ছে। লস্করগাহও গুরুত্বপূর্ণ শহর হিসাবে বিবেচিত।

এর আগে বৃহস্পতিবার এক দিনেই গজনি, হেরাত ও কালা-ই-নাউ শহরের দখল নেয় তালেবান। তার আগে ফাইজাবাদ, ফারাহ, পুল-ই-খুমরি, জারাঞ্জ, কুন্দুজ, তাকহার, সার-ই-পল, তালুকান ও শেবারঘান শহর তালেবানের দখলে যায়। মার্কিন গোয়েন্দাদের মতে, তালেবান ৩০ দিনের মধ্যে কাবুলকে বিচ্ছিন্ন করে দিতে পারে।

আর ৯০ দিনের মধ্যে তালেবানের হাতে কাবুলের পতন ঘটতে পারে। তালেবানের অগ্রযাত্রা ও সহিংসতার মুখে হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। তারা রাজধানী কাবুলের দিকে যাচ্ছে।

তারা মানবেতর জীবনযাপন করছে। বিবিসি জানিয়েছে, কাবুলের উপকণ্ঠে এখন হাজার হাজার মানুষ অস্থায়ী ক্যাম্পে জড়ো হয়েছে। জাতিসংঘের তথ্যানুসারে, তালেবানের সাথে আফগান সেনাদের চলমান যুদ্ধে চলতি বছরের মে মাস থেকে এখন পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে চার লাখের বেশি সাধারণ মানুষ।

এর মধ্যে ৭৪ হাজারই শিশু। আশ্রয় শিবিরে জায়গা না পেয়ে খোলা আকাশের নিচেই বাস করতে হচ্ছে আফগানিস্তানের অনেক নাগরিককে। বিশ্লেষকরা বলছেন, তালেবানের হামলার শিকার এসব মানুষের এখনই নিরাপত্তা নিশ্চিত না করা গেলে মানবিক সংকটে পড়বে আরও লাখ লাখ মানুষ।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট সেথ জোনস বলেন, তালেবানের ক্ষমতা দখলই আফগানিস্তানের জন্য মূল সংকট নয়।

এই মুহূর্তে দেশটির জন্য সবচেয়ে বড় সংকট হতে চলেছে গৃহহীন মানুষদের চাপ। আগে থেকেই লাখ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন পাকিস্তান, তুরস্ক আর ইরান শিবিরগুলোতে। ফলে এই দেশগুলো নতুন করে কোনো শরণার্থীকে আশ্রয় দেবে না। তাই নিজ দেশেই পরবাসী হয়ে এসব অসহায় মানুষকে জীবন কাটাতে হবে।

প্রয়োজনের তুলনায় এক ভাগও মিলছে না খাদ্য বা ওষুধের জোগান। ইউনিসেফ বলছে, জরুরি মানবিক সহায়তা প্রয়োজন দেশটির সংঘাতময় এলাকার এক কোটি ৮০ লাখ বাসিন্দার।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Related Posts
ট্রাম্প

যেভাবে ‘ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ট্রাম্প, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

December 22, 2025
প্রবাসী দুবাই

প্রবাসীদের জন্য সুখবর দিলো দুবাই

December 22, 2025
epstein

এপস্টেইনের ঘনিষ্ঠ নেতা, শিল্পী ও ব্যবসায়ীদের ছবি প্রকাশ

December 22, 2025
Latest News
ট্রাম্প

যেভাবে ‘ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ট্রাম্প, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

প্রবাসী দুবাই

প্রবাসীদের জন্য সুখবর দিলো দুবাই

epstein

এপস্টেইনের ঘনিষ্ঠ নেতা, শিল্পী ও ব্যবসায়ীদের ছবি প্রকাশ

পুতিন

প্রেম করছেন পুতিন

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলা

দক্ষিণ আফ্রিকায় পানশালার কাছে বন্দুক হামলা, নি/হত ১০

প্রবাসীদের বিশাল সুখবর দিলো দুবাই

প্রবাসী পেশাজীবীদের বড় সুখবর দিল দুবাই, হাজারও সরকারি চাকরির সুযোগ

এনবিআর চেয়ারম্যান

ই-রিটার্ন ব্যবস্থায় যুক্ত হবে ব্যাংকিং তথ্য : এনবিআর চেয়ারম্যান

rafikul

হাদির হত্যাকারী দেশের বাইরে চলে গেছে, এমন তথ্য নেই : পুলিশ

Warren-Buffett

অর্থকষ্ট থেকে মুক্তি চাইলে নতুন ওয়ারেন বাফেটের চিহ্নিত ৫ খরচের খাত

BD

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.