
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হওয়ায় সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার গাজীপুর মেট্রো পলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
Advertisement
ওই সভা শেষে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন গাজীপুর মেট্রো পলিটন (জিএমপি) পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার)। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল কালাম আজাদ, (জিএমপি) ডিসি ক্রাইম শরিফুর রহমান, সিনিয়র সহকারি পুলিশ কমিশনার আহসানুল হক প্রমূখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


