Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে রোববার দুপুরে একটি কারখানার লিফট দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছে।
নিহত জুলহাস মিয়া (৩৫) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কুলিয়ারচর গ্রামের মৃত রহমত আলীর ছেলে। তিনি ওই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
গাজীপুর মেট্টোপুলিশের টঙ্গী পূর্ব থানার এসআই মো. নজরুল ইসলাম ও নিহতের সহকর্মী আজিজুল হক জানান, কারখানাটি দুই মাস আগে চালু হয়। সেখানে নতুন লিফট বসানোর কাজ চলমান ছিল। দুপুরে তৃতীয়তলা থেকে ওই লিফটে ওঠে নিচে নামার জন্য জুলহাস সুইচ দেন। তখন লিফটটি নিচে পড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর আহসান উল্যাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel