নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নয়ন মৃধা (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
![টঙ্গীতে ছুরিকাঘাতে যুবক নিহত](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2024/01/%E0%A6%9F%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9B%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%98%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4.jpg?resize=788%2C443&ssl=1)
বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত নয়ন মৃধা বরিশালের বানারীপাড়া থানার মাদারকাঠি গ্রামের মান্নান মৃধার ছেলে। তিনি টঙ্গী এলাকায় মাকস্ট্রিজ নামের একটি কারখানায় কাজ করতেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে নয়ন মৃধা বরিশাল থেকে কর্মস্থল টঙ্গীর উদ্দেশ্যে বাসযোগে রওনা দেন। বুধবার সকালে তিনি টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বাস থেকে নামলে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।