Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদ থেকে সাজিদ (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) দুপুরে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নদে ডুবে মারা যায় সে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, দুপুরে বউবাজার এলাকায় তুরাগ নদে রেল সেতুর নিচে কয়েকজন বন্ধু মিলে সাঁতার কাটতে নামে সাজিদ। একপর্যায়ে সে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা আড়াইটার দিকে শিশুটির লাশ উদ্ধার করে।
সাজিদ টঙ্গীর বউবাজার এলাকার শামিম আহম্মেদের ছেলে।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে নৌ পুলিশ ফাঁড়িতে আনা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.