নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফরিদ হোসেন (৩৯) নামের এক যু্ক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফরিদ হোসেন নোয়াখালীর সোনাগাজি থানার বগাদানা গ্রামের জামাল হোসেনের ছেলে। ফরিদ টঙ্গীর গাজীপুরা এলাকায় পরিবার নিয়ে বসবাস করে ব্যবসা করতেন।
বুধবার সকালে টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাহেব আলী নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ফরিদ পেশায় একজন ব্যবসায়ী। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে বাসযোগে বাসায় ফিরছিলেন। এ সময় গাজীপুরা বাঁশপট্টি এলাকায় পৌঁছে বাস থেকে নামতেই কয়েকজন যুবক তাকে ঘিরে ধরেন। তারা হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ফরিদের বুকে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করে। ঘটনাটি দেখতে পেয়ে সড়কে চলাচলকারী লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৌসুমী দাস বলেন, ফরিদের বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির সঙ্গে জড়িত এমন কাউকে এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়নি। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করবে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।