নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে একটি বিদেশি রিভলবার ও গুলিসহ রাকিব হাসান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর আমতলী কেরানীরটেক বস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার রাকিব হাসান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আরজি কালিকাপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল কোয়ার্টারের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীর আমতলী কেরানীরটেক বস্তি মোড়ে অবৈধ অস্ত্র বেচাকেনার গোপন সংবাদ পায় আইনশৃঙ্খলা বাহিনী। তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাকিবকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে রাকিব অবৈধ অস্ত্র বেচাকেনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, “আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার এ বিষয়ে মামলা দায়ের শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, অস্ত্রের উৎস ও সংশ্লিষ্ট চক্র শনাক্তে অনুসন্ধান চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।