
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে একটি স্টিল রি রোলিং মিলে কর্মরত অবস্থায় রড পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
Advertisement
টঙ্গীর মিলগেট এলাকায় এস এস স্টিল কারখানায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে টঙ্গী থানার ওসি মো. এমদাদ জানান।
নিহত আবুল কাশেম (৩০) সিলেট জেলার বিশ্বনাথ থানা এলাকার মোজাম্মেল হকের ছেলে।
ওসি বলেন, “কাশেম কারখানায় কাজ করছিলেন। এ সময় রডের স্তুপ থেকে একটি রড কাশেমের উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে বলে জানান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


