টমটম চালকের সততায় হারানো ৮ লাখ টাকা ফেরত পেলেন এএসআই

টমটম চালকের সততায় হারানো ৮ লাখ টাকা ফেরত পেলেন এএসআই

জুমবাংলা ডেস্ক : যাত্রীর ফেলে যাওয়া ব্যাগভর্তি ৮ লাখ টাকা মালিককে খুঁজে বের করে ফেরত দিয়ে সততার অন্যন্য দৃষ্টান্ত দেখালেন খাগড়াছড়ির দরিদ্র টমটম চালক শাহারিয়ার খান উল্লাস। অভাব-অনটনের মধ্যেও নির্লোভ টমটম চালকের সততার এই ঘটনাটি ছিল খাগড়াছড়ির টক অব দ্য টাউন।

টমটম চালকের সততায় হারানো ৮ লাখ টাকা ফেরত পেলেন এএসআই

জানা গেছে, চট্টগ্রাম আরআরএফ-এ কর্মরত পুলিশের এএসআই বিতু চাকমা ঘর নির্মাণের জন্য জিপিএফ থেকে ৮ লাখ টাকা লোন তোলেন। এরপর রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

বুধবার (২৬ জুলাই) সকালে ন্যান্সি বাজারে (দীঘিনালা বাস স্ট্যান্ড) যেতে খাগড়াছড়ি সদরের নারকেলবাগানস্থ জিয়া ভাস্কর্য থেকে শাহারিয়ার খানের টমটমে ওঠেন বিতু চাকমা। ন্যান্সি বাজার স্টেশনে পৌঁছে ভাড়া পরিশোধ কর  মালামাল নিয়ে টমটম থেকে নেমে যান বিতু। কিন্তু সঙ্গে থাকা টাকার ব্যাগটি থেকে যায় টমটমের সিটের ওপর। পরে যাত্রী নামিয়ে টমটম নিয়ে শহরে ফিরে আসেন শাহরিয়ার।

এর মধ্যে বিতু চাকমার হঠাৎ মনে পড়ে টাকার ব্যাগের কথা। খুঁজেফিরে টমটমটি না পেয়ে দিশেহারা বিতু ন্যান্সি বাজার ডিউটিতে থাকা পুলিশকে ঘটনাটি জানান।

এদিকে শহরে ফেরার পর হঠাৎ টমটমের সিটে পড়ে থাকা ব্যাগটি নজরে আসে চালক শাহরিয়ারের। ব্যাগ খুলে দেখতে পান টাকার বান্ডেল। বিলম্ব না করেই তিনি টাকার ব্যাগ নিয়ে ছুটে যান ন্যান্সি বাজারে। খোঁজাখুজি করে ওই যাত্রীকে না পেয়ে ডিউটিরত পুলিশকে জানান বিষয়টি। পুলিশ তাৎক্ষণিক খবর দিয়ে নিয়ে আসেন বিতু চাকমাকে।

শাহরিয়ার উপস্থিত পুলিশ ও জনতার সামনে টাকাভর্তি ব্যাগটি তুলে দেন বিতু চাকমার হাতে। খুশিতে আবেগআপ্লুত বিতু চাকমা দরিদ্র টমটম চালক শাহরিয়ারকে কিছু টাকা দিতে চান। কিন্তু নির্লোভ শাহরিয়ার তাকে ধন্যবাদ দিয়ে টাকা নিতে অসন্মতি জানান।

টমটম চালকের সততার এমন অন্যন্য দৃষ্টান্তের খবর খাগড়াছড়ি শহরের সীমানা ছাড়িয়ে দ্রুত ছড়িয়ে পড়ে পুরো জেলায়। ঘটনাটি পরিণত হয় টক অব দ্য টাউনে।