ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মিডিয়া জগতে পা রাখেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে নাটকের পাশাপাশি বিভিন্ন ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাফা কবির বন্ধুত্বের সম্পর্ক নিয়ে কথা বলেছেন। যেখানে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় বন্ধুর সম্পর্কটা একটা মানুষের সাথে আরেকটা মানুষের হয়ে থাকে। কিছু যায় আসে না, সে মিডিয়ার হোক বা এর বাইরের।’
অভিনেত্রী জানান, অনেকেই দাবি করে মিডিয়ায় মানুষের বন্ধু হয় না, তার কাছে এসব কথা ভুয়া মনে হয়।
বন্ধুদের মাঝে সবাই আন্তরিক উল্লেখ করে সাফা বলেন, ‘আমার বন্ধুগুলোর মধ্যে একটা জিনিস খুব ভালো লাগে তারা সবাই একজন আরেকজনের প্রতি খুব বেশি আন্তরিক। আরেকটা জিনিস দেখেছি কারও যদি বিপদ হয় তাহলে সবাই ছুটে যায়। এ ব্যাপারটা খুব ভালো লাগে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।