জুমবাংলা ডেস্ক: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে জেমকন খুলনা। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আগেই নিশ্চিত হয়ে গেছে জেমকন খুলনার প্লে-অফ পর্বের টিকিট। খুলনার জন্য ম্যাচের গুরুত্ব তেমন বেশি না হলেও আজকের এ ম্যাচটি জিতলেই সেরা চারের টিকিট নিশ্চিত হবে ঢাকার।
নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে ঢাকা। বাঁহাতি তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের বদলে নেয়া হয়েছে আলআমিন জুনিয়রকে। অন্যদিকে খুলনা একাদশে এসেছে জোড়া পরিবর্তন। ইমরুল কায়েস ও আলআমিন হোসেনের জায়গায় নেয়া হয়েছে নাজমুল ইসলাম অপু ও শহীদুল ইসলামকে।
জেমকন খুলনা একাদশ
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), শুভাগত হোম চৌধুরী, জহুরুল হক অমি, জাকির হাসান (উইকেটরক্ষক) শামীম পাটোয়ারি, আরিফুল হক, হাসান মাহমুদ, শহীদুল ইসলাম, নাজমুল ইসলাম অপু ও মাশরাফি বিন মর্তুজা।
বেক্সিমকো ঢাকা একাদশ
মুশফিকুর রহীম (অধিনায়ক, উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম শেখ, আলআমিন জুনিয়র, আকবর আলী, সাব্বির রহমান, মুক্তার আলি, রুবেল হোসেন, রবিউল ইসলাম রবি, ইয়াসির আলি রাব্বি, শফিকুল ইসলাম ও নাসুম আহমেদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


