টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শুরুতেই উইন্ডিজ শিবিরে আঘাত

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: গায়ানায় আজ প্রথম ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

এদিকে, নিজের প্রথম বলেই উইন্ডিজ শিবিরে আঘাত হেনেছেন মুস্তাফিজ। শাই হোপকে গোল্ডেন ডাকের শিকার বানিয়ে মাঠছাড়া করেছেন কাটার মাষ্টার। ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩০ রানে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। কাইল মেয়ার্স ১০ রানে ও শামার ব্রুকস ব্যাট করছেন ২০ রানে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবির পর টাইগারদের সামনে এখন ওয়ানডে মিশন। গায়ানায় আজ প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে হয়নি টস। ১ ঘণ্টা ২০ মিনিট পর টস হয়েছে।

এর আগে আউটফিল্ড ভেজা থাকায় চারবার চতুর্থবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। চতুর্থবার মাঠ পরিদর্শন করে আম্পায়াররা জানান, খেলা হবে ৪১ ওভারের। একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার করতে পারবেন। বাকিরা ৮ ওভার করে।

বাংলাদেশের পছন্দের ফরম্যাট ওয়ানডে। এ ফরম্যাটেই যে ক্যারিবীয়দের সঙ্গে রেকর্ডটা একটু ভালো। এখন পর্যন্ত দুই দলের ৪১ মোকাবিলায় বাংলাদেশের জয় ১৮টি, উইন্ডিজ জিতেছে ২১টি ও দুটি পরিত্যক্ত। এর মধ্যে সর্বশেষ ৮ ওয়ানডেতেই জয়ের হাসি ছিল টাইগারদের মুখে।

তাই ওয়ানডে সিরিজের আগে তামিম মনে করিয়ে দিলেন, বাকি দুই ফরম্যাটে দল খারাপ করলেও ওয়ানডেতে তারা ভালো। বাংলাদেশের পছন্দের ফরম্যাট ওয়ানডে, তাই এই সিরিজে দলের ভালো করা নিয়েও বেশ আশাবাদী তামিম।

এ বছর ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সময়টা ভালো যাচ্ছে না। ক্যারিবিয়রা এ পর্যন্ত চারটা সিরিজ খেলে জিতেছে মাত্র একটি। তাও নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে।

বাংলাদেশের বিপক্ষে সবশেষ ২০১৪ সালে ওয়ানডে সিরিজ জিতেছিল উইন্ডিজ। এরপর টানা তিন সিরিজে তারা বাংলাদেশের কাছে হেরেছে। এমনকি আজ যে মাঠে প্রথম ওয়ানডে, সেই মাঠেও বাংলাদেশের রেকর্ড ভালো। এই মাঠে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছিল।