স্পোর্টস ডেস্ক : একটি ক্রিকেট ম্যাচ জিততে হলে টস একটা বড় বিষয়। কিন্তু আজ ভারতের দুর্দান্ত ব্যাটিং লাইনের বিপক্ষে টস জিতেও ব্যাটিং বেছে নেওয়ার মতো ভুল সিদ্ধান্তের পর ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। অথচ একই পিচে দুর্দান্ত ব্যাটিং করে দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৬৮ রানের লিড তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম টেস্টের মতো আবার টস জিতে বাংলাদেশের ব্যাটিং নেওয়া পড়েছে প্রশ্নের মুখে।
বাংলাদেশ অধিনায়ক কেন টস জিতে ব্যাটিং নিল এই বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশের কোচ। তিনি বলেন, দুপুরের রোদ আর উইকেটের ধরন দেখে ব্যাটিং নিয়ে ফেলেছিলেন তারা, ‘আমরা যখন ব্যাটিং শুরু করেছিলাম, তখন ঝলমলে রোদ, উইকেট ভালো ছিল। প্রথম পাঁচ-ছয় ওভারে মনে হচ্ছিল, উইকেট বেশ ফ্লাট। তখন মনে হচ্ছিল, ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা সঠিক। যখন আমরা কিছু উইকেট হারালাম, তখন মনে হয়েছে, এটা বাজে সিদ্ধান্ত ছিল।
প্রসঙ্গত, টস জিতে আগে ব্যাট করতে গিয়ে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পরে ব্যাট করতে গিয়ে দিন শেষে ৩ উইকেটে ১৭৪ রান তুলে ভারত এগিয়ে গেছে ৬৮ রানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


