স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফিফ হোসেন ধ্রুব এবং মেহেদী হাসান মিরাজের দৃঢ়তায় অবিশ্বাস্য জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। টাইগারদের এই জয় নিয়ে ভারতের পশ্চিম বঙ্গের আনন্দবাজার পত্রিকা ‘‘সপ্তম উইকেটে রেকর্ড গড়ে আফগানিস্তানের বিরুদ্ধে জিতলেন লড়াকু মেহেদিরা’’ এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
পত্রিকাটি লিখেছে, বাংলাদেশের বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। তিনটি উইকেট নেন এই পেসার। দু’টি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান এবং শরিফুল ইসলাম। মাহমুদুল্লাহ নিয়েছেন একটি উইকেট। ৫ বল বাকি থাকতেই ১০ উইকেট হারায় আফগানিস্তান।
দুরন্ত ভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দল ম্যাচ জিতল চার উইকেটে। রশিদ খানরা যখন ম্যাচ জিতেই নিয়েছি ভাবতে শুরু করেছিলেন, সেখান থেকে ম্যাচ নিয়ে চলে গেলেন মেহেদি হাসান এবং আফিফ হোসেইন। সপ্তম উইকেটে বাংলাদেশের হয়ে এক দিনের ক্রিকেটে সব থেকে বেশি রানের জুটি গড়ার রেকর্ড গড়লেন তারা।
প্রথমে ব্যাট করে ২১৫ রান তোলে আফগানিস্তান। নাজিবুল্লাহ জাদরানের গুরুত্বপূর্ণ ৬৭ রানের ইনিংসে ভর করে ২০০ রানের গণ্ডি পার করে আফগানিস্তান। বাংলাদেশের বোলারদের সামনে শুরু থেকেই চাপে ছিলেন ইব্রাহিম জাদরানরা। রহমত শাহ ৩৪ রান করেন। আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদি ২৮ রান করেন। আইপিএল নিলাম ১ কোটি টাকা দিয়ে মোহাম্মদ নবিকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। চট্টগ্রামে ২৪ বলে ২০ রান করেছেন তিনি।
আফগানিস্তান ইনিংসের শেষে মনে করা হয়েছিল ঘরের মাঠে সহজেই জিতবেন সাকিবরা। কিন্তু আফগানিস্তানের বাঁহাতি পেসার ফজলহক ফারুকির দাপটে হুমড়ি খেয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। দুই ওপেনার তামিম ইকবাল (৮) এবং লিটন দাস (১) দশ রানের গণ্ডিও টপকাতে পারেননি। ১০ রানের মাথায় সাকিবকে ফিরিয়ে দেন মুজিব উর রহমান। মুশফিকুর রহিম (৩) এবং ইয়াসির আলিকে (০) রানে ফেরান ফারুকি। আইপিএল নিলাম ৫০ লাখ টাকা দিয়ে তাকে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। মাহমুদুল্লাহও (৮) রান পাননি। তার উইকেট নেন রশিদ খান। ৪৫ রানের মধ্যে ৬ উইকেট পড়ে যায় বাংলাদেশের।
সেখান থেকে বাংলাদেশকে ম্যাচে ফেরান আফিফ হোসেইন এবং মেহেদি হাসান। ১৭৪ রানের জুটি গড়েন তারা। আফিফ অপরাজিত থাকেন ৯৩ রানে, মেহেদি অপরাজিত ৮১ রানে। আফগানিস্তানের হাত থেকে ম্যাচ নিয়ে চলে যান তারা। ৭ বল বাকি থাকতেই ২১৯ রান তুলে সিরিজের প্রথম এক দিনের ম্যাচ জিতে নিল বাংলাদেশ। বল হাতে মেহেদি ১০ ওভারে মাত্র ২৮ রান দিয়েছিলেন। তাকেই ম্যাচের সেরা বেছে নেয়া হয়েছে।
বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলেন, সত্যি বলতে ৪৫ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর ভাবিনি এই ম্যাচ জিততে পারব। মেহেদি এবং আফিফ যেভাবে খেলেছে তাতে আমি দারুণ খুশি। আফগানিস্তানের বোলিং আক্রমণ দুর্দান্ত। সেটা সামলে দারুণ খেলেছে ওরা। আশা করব এটাই ওদের শুরু, আরো ভাল ইনিংস খেলবে ওরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।