স্পোর্টস ডেস্ক: মাউন্ট মঙ্গানুই টেস্টে অবিশ্বাস্য জয়ে বাংলাদেশের খেলোয়াড়দের নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেছেন কিউই অধিনায়ক টম লাথাম।
পোস্ট ম্যাচ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘তিনটি দিকে আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। সেগুলো হচ্ছে— মুমিনুলরা ভালো পার্টনারশিপ করতে সক্ষম হয়েছিল, আমাদের ওপর চাপ প্রয়োগ করতে সক্ষম হয়েছিল এবং দুর্ভাগ্য আমরা সেটি করতে পারিনি।’
তিনি বলেন, বাংলাদেশ অবশ্যই আমাদের দেখিয়েছে— কীভাবে এ দুর্বলতা কাজে লাগাতে হয়।
‘এখানে মাত্র দুটি টেস্ট ম্যাচ হয়েছে, দুটি ম্যাচই একই রকম হয়েছে। সম্ভবত আমরা যা আশা করেছিলাম তার চেয়ে একটু ধীরগতির,’ যোগ করেন কিউই অধিনায়ক। আমরা যদি ৪৫০ রান করতে পারতাম, তবে গল্পটা অন্যরকম হতে পারত। তবে আজকের ম্যাচে পুরো কৃতিত্ব বাংলাদেশের, এই ম্যাচে তারা ভালো খেলেই জয় পেয়েছে,’ যোগ করেন কিউই অধিনায়ক।
তিনি আরও বলেন, আমাদের প্রত্যেক খেলোয়াড়কে এখান থেকে শিক্ষা নিতে হবে এবং পরবর্তী ম্যাচে সেটির প্রতিফলন মাঠে ঘটাতে হবে। আমাদের এখন হ্যাগলির (পরের ম্যাচের ভেন্যু) দিকে নজর দিতে হবে এবং আশা করি আমরা সেখানে একটি ভালো পারফরম্যান্স করতে পারব।
মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। পেসার ইবাদতের তোপের মুখে ভেঙে পড়ে কিউই ব্যাটিং অর্ডার। দ্বিতীয় ইনিংসে ৩৯ রানের বেশি লিড নিতে পারেনি নিউজিল্যান্ড, যা হেসেখেলেই পার করে দেন টাইগার ব্যাটাররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।