স্পোর্টস ডেস্ক: সর্বোচ্চ পর্যায়ে আসার আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মুস্তাফিজ ও মুমিনুলরা। এদের সবাই গিয়েছিলেন যুব বিশ্বকাপের পতাকা উড়াতে। কিন্তু বিশ্ব জয় করেছেন আকবর আলী-ইমন-রাকিবুলরা।
তাদের অসাধারণ এই জয়ে দেশের তারকারাই নয়, প্রশংসায় ভাসছেন বিশ্ব ক্রিকেটের বর্তমান-সাবেক ক্রিকেটাররা। আকবরদের পূর্বসূরি হান্নান সরকার-নাইমুর রহমানরা তাদের অভিনন্দন জানিয়েছেন। মাশরাফি-মুমিনুলরা তাদের কাছ থেকে শেখার অনেক কিছু দেখছেন।
বাংলাদেশ দল যেভাবে স্নায়ুচাপ ধরে রেখে দারুণ ব্যাট করে শিরোপা জয় করেছে তার প্রশংসা করছেন সবাই। শক্তিশালী ভারতকে ১৭৭ রানে অলআউট করলেও জয়টা সহজ ছিল না টাইগারদের জন্য। দলের ৮৫ রানে পাঁচ উইকেট হারায় যুবারা। সেখান থেকে আকবর আলী একপ্রান্ত ধরে রেখে পারভেজ ইমন-রাকিবুলদের সঙ্গে জুটি গড়েন।
শেষ পর্যন্ত হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়ে ফেরেন আকবর আলী এবং রাকিবুল। প্রথমবার দলকে কোন বৈশ্বিক আসরের ফাইনালে তুলেই দেশকে তারা এনে দিয়েছেন শিরোপা। এই উচ্ছ্বাস অন্যদের মতো ছুঁয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকেও।
আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা সাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজে এবং টুইটারে ছোট টাইগারদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, বাঘের বাচ্চারা করে দেখিয়েছে। ভারতের যুবাদের ৩ উইকেটে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতে নিয়েছে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।