স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে গত ম্যাচে ২৮ রানে পরাজিত হলেও বাংলাদেশের লড়াকু পারফর্মেন্স প্রশংসিত হয়েছে ক্রিকেট বিশ্বে। ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারও মেতেছেন মাশরাফিদের বন্দনায়।
বিশ্বকাপে ধারাবাহিকভাবে ভালো খেলছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করার পর ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানকেও হারিয়েছে তারা দাপটের সাথে। ধারাবাহিকভাবে ভালো খেলা এই বাংলাদেশই টেন্ডুলকারের দেখা সেরা।
তিনি বলেছেন, ‘এটা শুধুমাত্র একটা ভালো পারফর্মেন্স নয়, তারা এখন ধারাবাহিকভাবেই ভালো খেলছে। আর তা অবশ্যই স্বীকার করতে হবে এবং তার কৃতিত্ব দিতে হবে। বাংলাদেশকে এখন ক্রিকেটের ব্র্যান্ড বলা যায়। আমার দেখা মতে এটি বাংলাদেশের সেরা খেলা ছিল।’
ভারতের বিপক্ষে ম্যাচটিতেও জয় পেতে পারতো বাংলাদেশ। তবে সেটি হয়নি মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায়। টেন্ডুলকারের মতে ভারতের বিপক্ষে মিডল অর্ডারে বড় জুটি গড়তে পারলে ফলাফল পক্ষে আসতো বাংলাদেশের।
তাঁর ভাষ্যমতে, ‘ম্যাচে মিডল অর্ডারে ব্যাটসম্যানরা আরও একটু বড় জুটি গড়লেই ভারতের ৩১৫ রানের লক্ষ্য ছুঁতে খুব বেশি কষ্ট হতো না তাদের। বিশ্বকাপে বাংলাদেশ দারুণ খেলেছে।’
উল্লেখ্য বার্মিংহামের এজবাস্টনে ভারতের ছুঁড়ে দেয়া ৩১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৮৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে সেমিফাইনালে পা রাখতে ব্যর্থ হয় তারা। আগামী ৫ই জুলাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শেষ করবে মাশরাফিরা।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel