জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয় বেলাল হোসেনের করোনা পজিটিভ আসার রিপোর্টটি আসলে ভুল। আজ সোমবার বিকেলে রিপোর্ট ভুলের বিষয়টি নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) চট্টগ্রাম অফিসের টাইপিং ভুলে ওয়ার্ডবয় বেলালের রিপোর্ট পজিটিভ এসেছে। শনিবার রাতে যে রিপোর্ট এসেছে তাতে ভুলে চট্টগ্রাম জেলার সীতাকুন্ডের বেলাল হোসেনের স্থলে হাতিয়ার স্বাস্থ্যকর্মী বেলালের নাম দেওয়া হয়েছে।’
ডা. মো. মোমিনুর রহমান আরও বলেন, ‘রিপোর্টটি সংশোধন করে সোমবার দুপুরে বিআইটিআইডি থেকে একটি চিঠি পাঠানো হয়েছে।’
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, নোয়াখালীতে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১৫ জন। এরমধ্যে জেলার বেগমগঞ্জ উপজেলায় আটজন, সদর উপজেলায় দুজন, সোনাইমুড়ীতে দুজন, হাতিয়ায় একজন, সেনবাগে একজন ও কবিরহাটে একজন রোগী রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



