জুমবাংলা ডেস্ক: টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত ‘বাংলাদেশে ইসলামপন্থী চরমপন্থার উত্থানে উদ্বিগ্ন ভারত’ শীর্ষক রিপোর্টটি ভিত্তিহীন ও অসত্যে ভরপুর এবং সেইসাথে বিভ্রান্তিকর ও কুৎসাপূর্ণ বলে দাবি করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত রিপোর্টের প্রতিবাদলিপিতে এই দাবি করে সংগঠনটি। সোমবার (২১ ডিসেম্বর) প্রতিবাদপত্রটি টাইমস অব ইন্ডিয়ার এডিটর-ইন-চীফ বরাবর পাঠানো হয়েছে।
হেফাজত মনে করে, রিপোর্টটিতে বাংলাদেশের সবচে জনপ্রিয় ধর্মীয় প্লাটফর্ম হেফাজতে ইসলাম সম্পর্কে ভুল ধারণা সুস্পষ্ট। সেখানে দুঃজনকভাবে হেফাজতের নতুন নির্বাচিত আমির আল্লামা জুনাইদ বাবুনগরী শেখ মুজিবুর রহমানের মূর্তিসমূহ ভেঙেছেন বলে দাবি করা হয়েছে। এমন বক্তব্য উদ্দেশ্যপূর্ণ এবং এক্ষেত্রে কোনো বাস্তবভিত্তিক তথ্য বা বিশ্বাসযোগ্য রেফারেন্সও উল্লেখ করা হয়নি বলে দাবি হেফাজতের। সংগঠনের নেতারা প্রশ্ন তোলেন- যদি এটা সত্য হতো, তাহলে প্রশ্ন আসে, বাংলাদেশের মূলধারার কোনো মিডিয়ায় কেন এমন অভিযোগ আসেনি? অন্যদিকে, বাস্তবতা হলো এর সম্পূর্ণ বিপরীত। কারণ, গত ৫ ডিসেম্বর বাংলাদেশের কুষ্টিয়া জেলায় শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙার ঘটনার পর হেফাজতের বর্তমান যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক জোরালোভাবে এমন কাজের নিন্দা জানিয়েছেন।
হেফাজত ইসলাম প্রতিবাদ লিপিতে জানায়, টাইমস অব ইন্ডিয়া ভারতের লিডিং সংবাদপত্রগুলোর মধ্যে অন্যতম। সে কারণে তারা আশা করে, পত্রিকাটি রিপোর্টিং ও কভারেজের ক্ষেত্রে আরো পেশাদার, নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ হবে। সেইসাথে আস্থা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করবে।
এছাড়া, রিপোর্টটিতে হেফাজতকে ‘চরমপন্থী দল’ হিসেবে আখ্যা দিয়েছে; এমন অমানবিক ভাষা সরাসরি ’ওয়ার অন টেরর’-এর ভোকাবুলারি থেকে ধার করা হয়েছে। হেফাজতের জন্য এমন অনুপযুক্ত পরিভাষা ব্যবহারের তীব্র প্রতিবাদ জানান নেতারা।
আপত্তিকর রিপোর্টটির কারণে হেফাজতের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই হেফাজত নেতারা, টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় তাদের এই প্রতিবাদপত্রটি সম্পূর্ণ প্রকাশ করে পাঠকদের মধ্যে তাদের সংগঠন সম্পর্কে প্রচারিত ভুল ধারণা নিরসন করার অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


