‘টাকা না থাকলে বাবারা সন্তানের কাছ থেকে পালায়’

টাকা না থাকলে সন্তানের কাছ থেকে পালিয়ে বেড়ায় বাবারা

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন এই গায়ক। কখনও ভক্তদের সঙ্গে নিজের অনুভূতি শেয়ার করেন, আবার কখনও বা প্রতিবাদী হয়ে উঠেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এবার বাবাদের নিয়ে আবেগঘন বার্তা দিলেন আসিফ।

 টাকা না থাকলে সন্তানের কাছ থেকে পালিয়ে বেড়ায় বাবারা

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে বড় ছেলে শাফকাত আসিফ রণ ও তার স্ত্রী ইসমত শেহরীন ঈশিতার একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন আসিফ। ছবিতে বেশ হাস্যোজ্জ্বলভাবেই ক্যামেরায় ধরা দিয়েছেন রণ ও তার স্ত্রী।

পাঠকদের সুবিধার জন্য আসিফের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

বাবার কাছে টাকা থাকলে সন্তানের জন্মদিন পালিত হয় ঘটা করে, টাকা না থাকলে সন্তানের কাছে কঠিন অবয়ব ধারণ করে নিজের কাছ থেকেই পালিয়ে বেড়ায় সেই বাবাটাই।

আমাদের বড় ছেলে শাফকাত আসিফ রণ তার সাতাশটি বসন্ত অতিক্রম করে ফেলল। সে সস্ত্রীক কানাডায় থাকে। বেগম সালমা আসিফ এবং মেয়ে আইদাহ্ আবুধাবি থেকে টরন্টোর পথে। আমি আছি স্পেনে, ছোট ছেলে শাফায়ত রুদ্র ঢাকায় ব্যস্ত তার অনার্স ফাইনাল নিয়ে।

সংগ্রামী সময়ে জন্মদিনের আনন্দ আর সফল সময়ের জন্মদিনের আনন্দে সৃষ্টি হয়ে যায় যোজন যোজন দূরত্ব। আনন্দ করার সামর্থ্য হলে একত্রিত হওয়ার সক্ষমতা হারিয়ে যায় সময়ের অতলে। প্রতিটি যাপিত জীবনে চলতেই থাকে এইসব দিনরাত্রি সিরিয়াল। শুভ জন্মদিন শাফকাত আসিফ রণ। আনন্দে বাঁচো বাবা। ভালোবাসা অবিরাম।

জানা গেছে, গায়ক আসিফের বড় ছেলে রণ’র ২৭তম জন্মদিন আজ। কিন্তু জন্মদিনে রণ’র কাছে নেই পরিবারে বাকি সদস্যরা। নিজেদের কাজে আলাদা আলাদা জায়গায় অবস্থান করছেন তারা। তাই সামাজিক যোগাযোগমাধ্যমেই ছেলে রণকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আসিফ।

পোস্টটি করার সঙ্গে সঙ্গেই ১৩ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে আসিফের কমেন্টবক্সে। নেটিজেনরাও জন্মদিনের শুভেচ্ছায় ভাসাচ্ছেন রণকে।