বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। ভারতের মোরাদাবাদের একটি ইভেন্ট কোম্পানি অভিনেত্রী ও তার সহকারীর বিরুদ্ধে অর্থ প্রতারণার অভিযোগ তুলে মামলা করেছে।
বুধবার (২০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রিম ভিশন নামে সংস্থার মালিক পবন বর্মা দাবি করেছেন, আমিশা প্যাটেল পারিশ্রমিক নেয়ার পরও অনুষ্ঠানে আসেননি।
জানা যায়, ২০১৭ সালের নভেম্বরে একটি বিয়ের অনুষ্ঠানে নাচ করার কথা ছিল বলি নায়িকার। এ জন্য ১১ লাখ রুপিও নিয়েছিলেন। সময়মত দিল্লিও আসেন তিনি। কিন্তু তারপর সেখান থেকে মোরাদাবাদ যেতে অতিরিক্ত আরও দুই লাখ রুপি দাবি করেন। উদ্যোক্তারা বলি তারকার দাবি করা অর্থ দিতে রাজি না হওয়ায় চলে যান আমিশা।
পবনের দাবি, আজও সেই টাকা ফেরত দেয়নি আমিশা। তারপরই ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার নায়িকা ও তার সহকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সংস্থার মালিক।
মোরাদাবাদ আদালত অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মঙ্গলবার (১৯ জুলাই) আদালতে হাজিরা দেয়ার কথা ছিল তার। কিন্তু হাজিরা না দেয়ায় আগামী ২১ আগস্ট আবারও ডাকা হয়েছে তাকে। আর তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel