টাকার চেয়ে বড় ভক্ত, চরিত্র : বাপ্পী চৌধুরী

টাকার চেয়ে বড় ভক্ত, চরিত্র : বাপ্পী চৌধুরী

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী। বেশ অনেক দিন ধরেই পর্দার আড়ালে আছেন এই নায়ক । সম্প্রতি অপারেশন জ্যাকপট শিরোনামের একটি ছবিতে সর্বোচ্চ পারিশ্রমিকে ১০ লক্ষ টাকায় চুক্তিবদ্ধ হইয়েছিলেন বাপ্পি । সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে সেই ছবি । কিন্তু ভক্তদের জন্য দুঃসংবাদ হচ্ছে , অপারেশন জ্যাকপটে দেখা যাবে না বাপ্পিকে।

টাকার চেয়ে বড় ভক্ত, চরিত্র : বাপ্পী চৌধুরী

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে ফেইসবুক লাইভে এসে নিজেই এ খবর জানান বাপ্পি ।

জানা গেছে, অপারেশন জ্যাকপটের চিত্রনাট্য পছন্দ হয়নি বাপ্পীর। সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যে গল্প শোনানো হয়েছিলো, স্ক্রিপ্ট হাতে আসার পর চরিত্রের মিল খুজে পাননি এই নায়ক। যেহেতু ভালো গল্পের জন্য বিরতী নিয়েছিলেন, তাই ভালো গল্প ও চরিত্র নিয়েই রুপালী পর্দায় ফিরতে চান এই নায়ক।

ফেইসবুক লাইভে বাপ্পী চৌধুরী বলেন, অপারেশন জ্যাকপট সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম এটা সত্য। সবকিছু ঠিক ছিলো কিন্তু শুরুর দিকে আমাকে সিনেমাটির কর্তৃপক্ষ যেসব কথা বলেছিলেন, পরে আমি তাদের সেই কথার সঙ্গে মিল পাইনি। তাদের উপর আস্থা রেখেই সিনেমাটা সাইন করেছিলাম।কিন্তু পরে খানিকটা বাধ্য হয়েই সিনেমাটি থেকে সরে দাঁড়াতে হল।

বাপ্পী আরও বলেন, টাকার চেয়ে বড় ভক্ত, টাকার চেয়ে বড় চরিত্র। ভক্তরা পাশে থাকলে আরও ভালো চরিত্রে অভিনয় করলে টাকার অভাব হবে না।

প্রসংগত, ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনী নিয়ে নির্মিত হবে সিনেমা ‘অপারেশন জ্যাকপট’। সিনেমাটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক রাজীব বিশ্বাস। প্রযোজনা করবে অন্তর শোবিজ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হতে যাওয়া এ সিনেমার শুটিং শুরু হবে এই মাসেই।