জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের সখীপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার রাতে উপজেলার কালিয়ার উত্তরপাড়া গ্রামে বাবার বাড়িতে ওই গৃহবধূর মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকালে কালিয়ার গোহাইলপাড়া এলাকায় বাবার বাড়িতে তার লাশ দাফন করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ায় এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মৃত গৃহবধূর নাম সোনিয়া আক্তার (২১)। তার শ্বশুরবাড়ি ঘাটাইলের গারোবাজারে।
জানা যায়, ওই গৃহবধূ ঘাটাইলের গারোবাজারে গত তিন দিন ধরে স্বামীর বাড়িতেই জ্বর, সর্দি-কাশি ও গলাব্যথায় ভুগছিলেন।
বুধবার দুপুরে স্বামীর বাড়ি থেকে তাকে সখীপুরের কালিয়া গ্রামের বাবার বাড়িতে নেয়া হয়। পরে রাতে সেখানেই তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান জানান, জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা এগুলো করোনাভাইরাস আক্রান্তের প্রাথমিক উপসর্গ। তাই পরীক্ষার জন্য রাতেই ওই গৃহবধূর নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



