জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের গোপালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৭৬ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া এলাকার লাল মিয়ার বাড়ি থেকে এ চালের বস্তাগুলো উদ্ধার করা হয়।
Advertisement
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক বলেন, গোপন সংবাদে উপজেলার হাদিরা ইউনিয়নের লাল মিয়ার বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৬ বস্তা চাল জব্দ করা হয়। তবে এ সময় কাউকে পাওয়া যায়নি।
চাল উদ্ধারের ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদী হয়ে কয়েকজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করবেন।
এর আগে গত মঙ্গলবার উপজেলার আলমনগর মধ্যপাড়ায় চাল ব্যবসায়ী আব্দুল কুদ্দুসের বাড়িতে অভিযান চালিয়ে ৬০ বস্তা চাল জব্দ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।