টাটা মোটরসের গাড়ির দাম বাড়াল
জুমবাংলা ডেস্ক: নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটরস তাদের বিভিন্ন গাড়ির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। যা আগামী ১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। টাটা মোটরসের জনপ্রিয় মডেল-সাফারি, হারিয়ার, নিক্সন ও টিয়াগোর মতো গাড়ির দাম আগামী মাস থেকে বাড়ছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে টাটা মোটরস।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গাড়ির যন্ত্রাংশ ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণেই গাড়ি দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গাড়ির মডেল ও ভেরিয়েন্টের ওপর নির্ভর করে বিভিন্ন মডেলের দাম ১ দশমিক ২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
তবে দাম বাড়ানোর কথা বলা হলেও কোন গাড়ির দাম কত হবে, এবিষয়ে কিছু জানানো হয়নি।
ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, টাটা মোটরস তাদের আইসিই (ইন্টারনাল কোমবাস্টশন ইঞ্জিন) গাড়িগুলোর দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। তবে দাম বাড়ার প্রভাব কোম্পানিটির বৈদ্যুতিক গাড়ির (ইভি) লাইন আপকে প্রভাবিত করবে না।
প্রতিষ্ঠানটি বলছে, এতদিন ধরে চলমান মূল্যবৃদ্ধিতে গাড়ি দাম না বাড়ালেও সাম্প্রতিক সময়ে এসে অনেকটা বাধ্য হয়েই মূল্যবৃদ্ধির চাপ ক্রেতাদের ওপর বর্তাচ্ছে।
২০২৩ সালে জানুয়ারিতে দ্বিতীয় বারের মতো গাড়ির দাম বাড়িয়েছে টাটা মোটরস। আগের বারও দাম বাড়ানোর জন্য খরচ বাড়ার কথাই জানিয়েছিল প্রতিষ্ঠানটি।
টাটার বর্তমান লাইন আপ টাটা টিয়াগো দিয়ে শুরু হয়। গাড়িটির এন্ট্রি লেভেল ভেরিয়েন্টের সর্বনিম্ন দাম ৫ লাখ ৪৪ হাজার রুপি।
যদিও গাড়ির দাম বাড়ানোর কারণের ক্রেতাদের বাড়তি অর্থ গুণতে হবে, কিন্তু এতে টাটা গাড়ির চাহিদার ওপর তেমন একটা প্রভাব পড়বে না, এমন আশা করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: বিজনেস টুডে ও ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস
অসাধারণ ডিজাইনসহ দুর্দান্ত বাইক নিয়ে এল রয়েল এনফিল্ড, শোরুমে কাড়াকাড়ি
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.