স্পোর্টস ডেস্ক : ২২ গজে সবার পরিচিত এক নাম তিনি। এক ম্যাচে তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিলেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ও অধিনায়ক ইনজামাম উল হক। এজন্য সমালোচনার শেষ ছিল না।

এ নিয়ে সবচেয়ে বেশি ব্যঙ্গ-বিদ্রুপ করেছিলেন তার তখনকার এক সিনিয়র সতীর্থ ব্যাটসম্যান। যেটা তীরের মতো এসে বুকে বিঁধেছিল ইনজির। যা সহ্য করতে পারেননি তিনি। ফলশ্রুতিতে আধা ঘণ্টা কেঁদেছিলেন সাবেক পাক অধিনায়ক।
ইনজামামের মতে, তার সারাজীবনে এর আগে কখনও তিনি এত রূঢ় সমালোচনার শিকার হননি।
পাক কিংবদন্তি বলেন, একবার আমি দ্রুত আউট হয়ে গিয়েছিলাম। ফলে ওই দিন এক অভিজ্ঞ ক্রিকেটার কর্কশ ভাষায় আমার সমালোচনা করেছিলেন। জীবনে এর আগে কখনও এমন রূঢ়তার ‘বলি’ হইনি। সেটার অসহ্য যন্ত্রণায় আমি আধা ঘণ্টা কেঁদেছিলাম।
তিনি বলেন, আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। চটজলদি কোনোভাবেই কান্না থামাতে পারছিলাম না। সেই জের ওই দিন রাতেও ছিল। সারারাত আমি বিমর্ষ ও বিষণ্ন ছিলাম।
তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


