টানা গরমের দুঃসংবাদ, কী বলছে আবহাওয়া অফিস
জুমবাংলা ডেস্ক : মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে সপ্তাহব্যাপী ঝড়-বৃষ্টির পর এবার টানা গরমের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টায় দেয়া পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পাশাপাশি রাজশাহী, পাবনা, যশোর, ফরিদপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটি আরও বিস্তার লাভ করতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এতে গরমের অনুভূতি আরও তীব্র হতে পারে।
এদিকে পরবর্তী ৪৮ ঘণ্টায় এই তাপপ্রবাহ আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বর্ধিত পাঁচ দিনেও এই তাপপ্রবাহ চলমান থাকার কথা বলা হয়েছে। যার অর্থ টানা গরমের কবলে পড়তে যাচ্ছেন দেশবাসী।
মঙ্গলবার দেশে সিলেটে মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ডিমলা ও রাজারহাটে ১৯ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার (৫ এপ্রিল) ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৪৭ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।