স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে মাঠে ধারাবাহিকভাবে পারফরম্যান্সের পাশাপাশি টানা তিনবারের মতো ভারতের সবচেয়ে দামি সেলিব্রিটির জায়গা ধরে রাখলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠানের প্রতিবেদন।
সেলিব্রেটিদের ব্র্যান্ড ভেল্যু নিয়ে করা আর্থিক প্রতিষ্ঠান ‘ডাফ অ্যান্ড ফেলপস’ এর করা এই প্রতিবেদনে বলা হয়েছে, আগের বছরের তুলনায় ২০১৯ সালে কোহলির ব্র্যান্ড ভেল্যু ৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৭৫ লাখ ডলার!
এই তালিকায় আগের বছর তৃতীয়স্থানে ছিলেন অক্ষয় কুমার। এবার উঠে এসেছেন দ্বিতীয়স্থানে। এই বলিউড অভিনেতার ব্র্যান্ড ভেল্যু ৫৫ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৪৫ লাখ ডলার।
তিন নম্বরে আছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন দম্পতি। দুজনের ব্র্যান্ড ভেল্যু ৯ কোটি ৩৫ লাখ ডলার করে।
ছয় কোটি ৬১ লাখ ডলার মূল্যের ব্র্যান্ড ভেল্যু নিয়ে পঞ্চমস্থানে আছেন শাহরুখ খান। পাঁচ কোটি ৫৭ লাখ ডলারে ষষ্ঠস্থানে আছেন সালমান খান।
ক্রিকেটারদের মধ্যে পঞ্চদশ স্থানে আছেন সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তার বর্তমান ব্র্যান্ড ভেল্যু ২ কোটি ৫১ লাখ ডলার। ২ কোটি ৩০ লাখ ডলারের ব্র্যান্ড ভেল্যু নিয়ে কুড়িতম টিম ইন্ডিয়ার বর্তমান সহ-অধিনায়ক রোহিত শর্মা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।