টানা দ্বিতীয়বারের মতো ওয়ানডে বর্ষসেরা বাবর আজম
স্পোর্টস ডেস্ক: ২০২২ সালটা পাকিস্তান অধিনায়ক বাবর আজমের দারুণ কেটেছে। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে একের পর এক ম্যাচজয়ী ইনিংস আর চোখ ধাঁধানো সব শটের পসরা বসিয়ে মুগ্ধ করেছেন ক্রিকেট রসিকদের। যার পুরস্কার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার পেলেন পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড।
২০২২ সালে একদিনের ক্রিকেটে রানের ফল্গুধারা ছুটিয়েছেন বাবর আজম। ৩টি শতক ও ৫টি অর্ধশতকে ৮৪.৮৭ গড়ে ৬৭৯ রান করেছেন বাবর। এমন পারফরম্যান্সের পর ওয়ানডের সেরা খেলোয়াড় হিসেবে তাকে বেছে নিতে দ্বিতীয়বার ভাবতে হয়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে।
এবার নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ৫০ ওভারের ক্রিকেটের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিজের ঝুলিতে ভরলেন তিনি।
২০২২ সালে পাকিস্তানের হয়ে মোট ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন বাবর। যার মধ্যে ৮টিতেই কমপক্ষে ৫০ রান করেছেন ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার। তিনটিতে পার করেছেন শতরানের গণ্ডি। আর বাকি ৬টি ইনিংসের মধ্যে পাঁচটিতেই করেছেন অর্ধশতক। শুধু মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান করতে পারেননি তিনি। সে ম্যাচে মাত্র ১ রান করে আউট হয়েছিলেন বাবর।
এর আগে ২০২১ সালেও বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন বাবর। সে বছর অবশ্য মোটে ৬টি ওয়ানডে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। তাতেই ৬৭.৫০ গড়ে ৬ ম্যাচে করেছিলেন ৪০৫ রান। ২টি শতকের পাশাপাশি করেছিলেন ১টি অর্ধশতক।
২০২২ সালে বাবরের ব্যাটে ভর করে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে পাকিস্তান। হেরেছে মোটে একটি ম্যাচ। লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৮ রানে হারার ম্যাচেও ৫৭ রানের ইনিংস খেলেছিলেন বাবর।
কোহলি দিলেন গাড়ি, সুনীল বিলাসবহুল বাড়ি; বিয়েতে যেসব উপহার পেলেন রাহুল-আথিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।