জুমবাংলা ডেস্ক : টানা ৬ দিন ধরে দেশের বেশ কয়েকটি অঞ্চলে সূর্যের দেখা মেলেনি। এই কয়েকদিন মৃদু ও মাঝারী শৈত্য প্রবাহে কেপেছে সারাদেশের মানুষ। বিশেষ করে গত চারদিন রাজধানীসহ সারাদেশে শীতের দাপট ছিলো বেশ লক্ষণীয়। পৌষের শুরুতেই গ্রামীণ জনপদে শীতের তীব্রতার সঙ্গে ঘন কুয়াশা আর শিরশিরে হাওয়ায় কাহিল অবস্থা হয়ে গিয়েছিলো খেটে খাওয়া মানুষের।
শীতের প্রকোপে সারাদেশের জনজীবন যখন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়ছিলো তখন আজ সোমবার সূর্যের দেখা মিলেছে। এতে সাধারণ মানুষের মাঝেও স্বস্তি নেমে এসেছে। ঠান্ডার প্রকোপটাও অনেকাংশে কমে এসেছে।
আজ রোদ উঠতে দেখে অনেকে রোদ পোহাতে শুরু করেছেন।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, সোমবার কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে তাপমাত্রা ১০ এর নীচে নেমেছিলো।
ওইসময় টানা ছয় দিনের মৃদু শৈত্যপ্রবাহে কুড়িগ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিলো। দিনে সূর্যের দেখা না মেলায় তাপমাত্রা নিম্নগামীই থেকে যাচ্ছিলো। কনকনে ঠান্ডায় কাজে যেতে না পারায় চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষা।
আর ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর ভিড় বেড়েছে হাসপাতালগুলোতে।
আবহাওয়া অধিদফতর বলছে, আজ থেকে তাপমাত্রা খানিকটা সহনীয় হয়ে আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।